ICC ODI World Cup 2023: বাংলাদেশের বিরুদ্ধে জয়ের সমস্ত কৃতিত্ব দলকে দিতে চান, ম্য়াচ সেরা পল ভ্যান মেকেরেন
Netherlands: তবে এই জয়ের জন্য শুধু নিজেকে নয়, দলকেই পুরো কৃতিত্ব দিচ্ছেন পল। তাঁর কথায়, "কোনও একজনের পারফরম্যান্স নিয়ে কথা বললে ভুল হবে। এটা গোটাটাই দলগত সাফল্য়। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই জয় পেয়েছি আমরা।" জয়ের পর, ম্য়াচের আগে দলের পরিকল্পনাও ফাঁস করেছেন তিনি। জানান, ফিল্ডিংয়ে বেশি করে জোর দিয়েছিলেন তাঁরা। সবশেষে সতীর্থ বাস ডি লিডের প্রশংসা করতেও ভোলেননি পল। স্টাম্পে ডি লিডের পারফরম্যান্স দুর্দান্ত ছিল বলেই মনে করেন তিনি।
কলকাতা:ইডেনে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়ের সন্ধানে নেমে ভরাডুবি বাংলাদেশের (Bangladesh)। ৮৭ রানে টাইগারদের হেলায় হারিয়েছে ডাচরা। নেদারল্য়ান্ডসের (Netherlands) হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন পল ভ্য়ান মেকেরেন। ম্য়াচ সেরার পুরস্কারও জিতে নেন পল। জয়ের আনন্দে স্বাভাবিকভাবেই আবেগে ভাসছেন পল। তবে নিজেকে নয়, জয়ের পুরো কৃতিত্ব দলকেই দিতে চান তিনি। ম্যাচ জিতে কী বলছেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ডাচ বাহিনীর এই জয়ের পিছনে যতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন অধিনায়ক স্কট এডওয়ার্ড, ঠিক তেমনই ভূমিকা রয়েছে পল ভ্যান মেকেরেনেরও। স্কট ৬৮ রানের দুরন্ত ইনিংস খেললেও, বাংলাদেশের ৪ উইকেট নিয়ে ডাচদের এই জয়ের নেপথ্য নায়ক কিন্তু মেকেরেন। ১১.০৫ ওভারে প্রথম নাজমুল হোসেন শান্তকে ফেরান তিনি। এরপর একে-একে পলের শিকার টাইগার অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। জয়ের স্বাদ পেয়ে আবেগ ধরে রাখতে পারছেন না পল। ম্য়াচ শেষে বললেন, ” জয়ের স্বাদ পেয়ে খুব ভালো লাগছে। আমরা সেমিফাইনালে যেতে চেয়েছিলাম। তার জন্য ম্যাচ জিততে হবে তা ভালো করেই জানতাম। অস্ট্রেলিয়ার কাছে হারের পর যেভাবে আমরা ফিরলাম তাতে সত্যিই খুব ভালো লাগছে। আমরা নিশ্চিত ছিলাম, জিতব।”
তবে এই জয়ের জন্য শুধু নিজেকে নয়, দলকেই পুরো কৃতিত্ব দিচ্ছেন পল। তাঁর কথায়, “কোনও একজনের পারফরম্যান্স নিয়ে কথা বললে ভুল হবে। এটা গোটাটাই দলগত সাফল্য়। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই জয় পেয়েছি আমরা।” জয়ের পর, ম্য়াচের আগে দলের পরিকল্পনাও ফাঁস করেছেন তিনি। জানান, ফিল্ডিংয়ে বেশি করে জোর দিয়েছিলেন তাঁরা। সবশেষে সতীর্থ বাস ডি লিডের প্রশংসা করতেও ভোলেননি পল। স্টাম্পে ডি লিডের পারফরম্যান্স দুর্দান্ত ছিল বলেই মনে করেন তিনি।