ICC World Cup 2023: রবি-দুপুরে ভারত-ইংল্যান্ড দ্বৈরথ, ওই ম্যাচে যে মাইলস্টোন গড়তে পারেন কোহলি-স্টোকসরা…
India vs England, ICC ODI World Cup 2023: রবিবার লখনউয়ের একানা স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড দ্বৈরথ। ১০ পয়েন্ট ঝুলিতে ভরেও বিশ্বকাপের পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। নেট রানরেটে এগিয়ে থাকার কারণে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে চলতি বিশ্বকাপে পাঁচ ম্যাচর ৪ টিতে হেরে পয়েন্ট টেবলের দশ নম্বরে রয়েছে জস বাটলারের দল।
লখনউ: বিশ্বকাপে (ICC World Cup 2023) টানা পাঁচ ম্য়াচ জিতে স্বস্তিতে রোহিত শর্মার ভারত (India)। এ বার বিরাট কোহলিদের সামনে প্রতিপক্ষ ইংল্যান্ড (England)। রবিবার লখনউয়ের একানা স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড দ্বৈরথ। ১০ পয়েন্ট ঝুলিতে ভরেও বিশ্বকাপের পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। নেট রানরেটে এগিয়ে থাকার কারণে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে চলতি বিশ্বকাপে পাঁচ ম্যাচর ৪ টিতে হেরে পয়েন্ট টেবলের দশ নম্বরে রয়েছে জস বাটলারের দল। ইংলিশ ব্রিগেডের সেমিফাইনালের স্বপ্ন এখন প্রায় অতীত। তার পরেও ভারতের বিরুদ্ধে আজ জয়ের সন্ধানে নামবে থ্রি লায়ন্সরা। অন্যদিকে বেন স্টোকসদের হারিয়ে ২ পয়েন্ট নিয়ে ফের পয়েন্ট টেবলের শীর্ষস্থান দখল করতে চাইবে মেন ইন ব্লু। এই ম্যাচে একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন দুই দলের ক্রিকেটাররা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
লখনউয়ের একানা স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড দ্বৈরথে দুই দলের ক্রিকেটাররা যে সকল মাইলস্টোন গড়তে পারেন —
১. রোহিত শর্মা – ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকায় ক্রিস গেইলকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে রোহিত শর্মার কাছে। গেইলের বিশ্বকাপে ৪৯টি ছয়ের রেকর্ড ভাঙতে হলে রোহিতকে আর ৯টি ছয় মারতে হবে। ওডিআইতে ১৮ হাজার রানের রেকর্ড গড়তে হলে রোহিতকে করতে হবে আর ৪৭ রান। ভারতের অধিনায়ক হিসেবে ১০০তম ম্যাচে খেলতে চলেছেন রোহিত।
২. বিরাট কোহলি – ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে ৪ হাজার রান পূর্ণ করা থেকে ৩০ রান দূরে রয়েছেন বিরাট কোহলি। ওডিআইতে ১৫০টি ছক্কার রেকর্ড গড়া থেকে ২টি ছয় দূরে রয়েছেন বিরাট।
৩. লোকেশ রাহুল – আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ২৫০০ রান পূর্ণ হওয়া থেকে ৩২ রান দূরে রয়েছেন কেএল রাহুল।
৪. শ্রেয়স আইয়ার – ওডিআইতে ২ হাজার রানের রেকর্ড গড়ার জন্য ৬৯ রান করতে হবে শ্রেয়স আইয়ারকে।
৫. রবীন্দ্র জাডেজা – আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ২০০টি চারের মাইলফলক স্পর্শ করার জন্য রবীন্দ্র জাডেজাকে আর মারতে হবে ৫টি চার। আন্তর্জাতিক ক্রিকেটে ৬ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করতে হলে জাডেজার ব্যাটে আর চাই ৬৪ রান।
৬. কুলদীপ যাদব – আন্তর্জাতিক ক্রিকেটে ২৫০ উইকেটের মালিক হতে গেলে কুলদীপ যাদবকে নিতে হবে আর ৪ উইকেট।
৭. ঈশান কিষাণ – ওডিআইতে ১ হাজার রান পূর্ণ করতে হলে ঈশান কিষাণকে করতে হবে আর ৬৭ রান।
৮. জো রুট – ওডিআইতে ছক্কার হাফসেঞ্চুরি পূর্ণ করতে হলে ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জো রুটকে মারতে হবে আর ১টি ছয়।
৯. জস বাটলার – ওডিআইতে ৪০০টি চারের মাইলফলক স্পর্শ করতে হলে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারকে মারতে হবে আর ১টি চার। এ ছাড়া ওডিআইতে ৫ হাজার রান পূর্ণ করার জন্য বাটলারকে করতে হবে আর ৮২ রান। আন্তর্জাতিক ক্রিকেটে ৫০টি স্টাম্পিংয়ের রেকর্ডের জন্য বাটলারকে আর ২টি স্টাম্পিং করতে হবে।
১০. বেন স্টোকস – আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০টি উইকেটের রেকর্ড গড়ার জন্য বেন স্টোকসকে আর নিতে হবে ৩টি উইকেট। এবং ওডিআইতে ১০০টি ছক্কার রেকর্ড গড়তে হলে স্টোকসকে মারতে হলে ২টি ছয়।