ICC World Cup: ক্রিকেটের নন্দনকাননে ডাচ শিবিরে ফুটল হাসি, দর্শকদের সমর্থনে আপ্লুত ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডস
NED vs BAN: টাইগার্সদের সমর্থনে ওপার বাংলা থেকে একাধিক ক্রিকেট ভক্ত কলকাতায় এসেছিলেন। ইডেনে খেলা দেখতে। গালে বাংলাদেশের পতাকা, মাথায় বাঘ টুপিও দেখা গিয়েছিল টাইগার্সদের সমর্থকদের। তাঁদের মাঝেই উঁকি দিচ্ছিল বেশ কয়েকজন কমলা জার্সি পরা ক্রিকেট ভক্তরাও। যাঁরা এসেছিলেন নেদারল্যান্ডসকে সমর্থন করার জন্য।
কলকাতা: ইডেনের গ্যালারি থেকে শনিবার ব্যঘ্র গর্জন শোনা গেল ঠিকই। কিন্তু সাকিব-লিটনদের পারফরম্যান্স চূড়ান্ত হতাশ করল তাঁদের সমর্থকদের। যে কারণে রাত ৮টার দিকেই ইডেন ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায় বাংলাদেশের (Bangladesh) সমর্থকদের। ডাচ সমর্থকরা অবশ্য তেমনটা করেননি। কলকাতায় ম্যাচ হওয়ায় বাংলাদেশ থেকে প্রচুর ক্রিকেট প্রেমীরা এসেছিলেন সাকিব-তাসকিনদের সমর্থনে। তাঁরা প্রিয় দলের জন্য ক্রিকেটের নন্দনকাননের গ্যালারি থেকে গলা ফাঁটালেন। কিন্তু প্রিয় দলের ক্রিকেটারদের থেকে ১০০ শতাংশ পারফরম্যান্স পেলেন না। ডাচরা যে কারণে ৮৭ রানের ব্যবধানে এই ম্যাচ জিতে নিল। আর এই ম্যাচের শেষে হাসি ফুটল ডাচ শিবিরে। পুরো ম্যাচ জুড়ে বাংলাদেশের জন্য স্লোগান যেমন শোনা যাচ্ছিল, ডাচদের জন্যও তেমনই গলা ফাটাচ্ছিলেন অরেঞ্জ জার্সি পরা নেদারল্যান্ডসের (Netherlands) সমর্থকরাও। যে কারণে ম্যাচের শেষে দর্শকদের ধন্যবাদ জানান নেদারল্যান্ডসের ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডস। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
টাইগার্সদের সমর্থনে ওপার বাংলা থেকে একাধিক ক্রিকেট ভক্ত কলকাতায় এসেছিলেন। ইডেনে খেলা দেখতে। গালে বাংলাদেশের পতাকা, মাথায় বাঘ টুপিও দেখা গিয়েছিল টাইগার্সদের সমর্থকদের। তাঁদের মাঝেই উঁকি দিচ্ছিল বেশ কয়েকজন কমলা জার্সি পরা ক্রিকেট ভক্তরাও। যাঁরা এসেছিলেন নেদারল্যান্ডসকে সমর্থন করার জন্য। ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে স্কট বলেছিলেন, তিনি জানেন বাংলাদেশ এই ম্যাচে তাদের ঘরের মাঠে খেলার মতো অনুভূতি পাবে। কিন্তু ইডেনের গ্যালারি থেকে ডাচদের জন্যও সমর্থন আশা করছেন তিনি। ক্রিকেটের নন্দনকাননে সেই ছবিই দেখা গেল।
The Netherlands captain Scott Edwards thanking the Eden Gardens crowd for the support.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 28, 2023
বাংলাদেশকে ডাচরা হারাতেই উচ্ছ্বাসে মাততে দেখা গেল নেদারল্যান্ডসের সমর্থকদের। যে সময় বাংলাদেশের ফ্যানেরা রাগে, দুঃখে কষ্টে স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন, ওই সময় ডাচ ক্যাপ্টেন পৌঁছে যান তাঁর দলের সমর্থকদের সামনে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা গিয়েছে, ম্যাচের শেষে স্কট এডওয়ার্ডস নেদারল্যান্ডসের ফ্যানেদের সঙ্গে হাত মেলান। স্কটের খুশিও ছিল দেখার মতো। একইসঙ্গে সেই সময় উত্তেজিত ডাচ ক্রিকেট ভক্তদের মুখে ছিল চওড়া হাসি।