ঠিক ৭ দিনে ফাঁকা হয়ে যাচ্ছে পুরুষ-মহিলার সবার মাথা, হাত দিলেই উঠে আসছে গোছা গোছা চুল, গোটা গ্রাম জুড়ে ‘ভূতুড়ে কাণ্ড’!

Hair Loss: তিনটি গ্রামে একই অবস্থা। গ্রামের বহু মানুষ একই অভিযোগ জানিয়েছেন। একবার চুল পড়া শুরু হলে টাক পড়ে যেতে বেশিদিন লাগছে না। এ যেন ভূতুড়ে কাণ্ড!

ঠিক ৭ দিনে ফাঁকা হয়ে যাচ্ছে পুরুষ-মহিলার সবার মাথা, হাত দিলেই উঠে আসছে গোছা গোছা চুল, গোটা গ্রাম জুড়ে 'ভূতুড়ে কাণ্ড'!
ফাইল ছবিImage Credit source: Getty Image
Follow Us:
| Updated on: Jan 08, 2025 | 8:46 PM

মহারাষ্ট্র: চুল আঁচড়াতে গেলে বা স্নান করতে গেলে চুল পড়ে অনেকেরই। কারও বেশি, কারও কম। প্রথমটায় ব্যাপারটা তেমনই স্বাভাবিত ভেবেছিলেন গ্রামের মানুষ। কিন্তু কয়েকদিনেই বুঝে গেলেন, বিষয়টা ঠিক তেমন নয়। চুল উঠছে অস্বাভাবিক হারে। গ্রামের পর গ্রাম একই অবস্থা। গোটা মাথা টাক পড়ে যেতে ঠিক সাত দিন সময় লাগছে। পরিস্থিতি এতটাই আতঙ্কের হয়ে উঠেছে যে গ্রামে ছুটতে হল স্বাস্থ্য দফতরকে।

মহারাষ্ট্রের পরপর তিনটি গ্রামে একই অবস্থা। বরগাঁও, কালওয়াড় ও হিঙ্গনা গ্রামের বহু মানুষ একই অভিযোগ জানিয়েছেন। একবার চুল পড়া শুরু হলে টাক পড়ে যেতে বেশিদিন লাগছে না। এ যেন ভূতুড়ে কাণ্ড! মাথায় হাত দিয়ে হালকা টান দিলেই চুল উঠে যাচ্ছে। পুরুষ-মহিলা সবার একই অবস্থা। আতঙ্কে ঘুম উড়েছে গ্রামের বাসিন্দাদের। দ্রুত সমাধান চাইছেন তাঁরা।

এই পরিস্থিতির কথা শুনে তড়িঘড়ি ছুটলেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। একটি টিম গিয়ে ওই সব গ্রামের অন্তত ৫০ জনকে চিহ্নিত করেছেন, যাঁদের এভাবে চুল উঠে যাচ্ছে। তাঁদের প্রাথমিক অনুমান, এলাকার জল দূষিত হয়ে যাওয়ায় এমন ঘটনা ঘটছে। তাঁরা জলের নমুনা সংগ্রহ করেছেন ও গ্রামবাসীদের মাথার ত্বক পরীক্ষা করে দেখেছেন। রিপোর্ট সামনে এলেই বোঝা যাবে বিষয়টি। আপাতত চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, যাতে গ্রামবাসীরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নেন। হেল্থ অফিসার ড. দীপালি রাহেকর জানিয়েছেন, সব বিষয় খতিয়ে দেখে নমুনা সংগ্রহ করা হয়েছে, রিপোর্ট এলেই কারণ সম্পর্কে নিশ্চিত হবেন তাঁরা। তবে জলই কারণ বলে অনুমান করছেন তিনি।