Virat Century: ‘সেই তরুণ ছেলেটা বিরাট প্লেয়ার হয়ে গেল’, আবেগে ভাসছেন সচিন

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Nov 15, 2023 | 6:51 PM

Sachin Tendulkar On Virat Kohli: ওডিআইয়ের ইতিহাসে সর্বাধিক শতরানের রেকর্ড এখন বিরাটের দখলে। বিরাটকে এই রেকর্ড গড়তে দেখে আবেগে ভাসছেন মাস্টার ব্লাস্টার। যে ছেলেটা প্রথম দিন ড্রেসিং রুমে পা ছুঁয়ে আশীর্বাদ নিয়েছিল, সে আজ ছাপিয়ে গেল তাঁকে! বিরাটের এই সাফল্যে খুশি সচিনও। সামাজিক মাধ্যম X-এ বিরাটের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন সচিন। কী বলছেন তিনি?

Virat Century: সেই তরুণ ছেলেটা বিরাট প্লেয়ার হয়ে গেল, আবেগে ভাসছেন সচিন
সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলি

Follow Us

মুম্বই: নামটা বিরাট কোহলি (Virat Kohli)। আরও এক বার বুঝিয়ে দিয়ে গেলেন তিনি। সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সামনেই তাঁকে ছাপিয়ে গেলেন কিং। ওডিআইয়ের ইতিহাসে সর্বাধিক শতরানের রেকর্ড এখন বিরাটের দখলে। বিরাটকে এই রেকর্ড গড়তে দেখে আবেগে ভাসছেন মাস্টার ব্লাস্টার। যে ছেলেটা সতীর্থদের মজার শিকার হয়ে প্রথম দিন ড্রেসিং রুমে পা ছুঁয়ে আশীর্বাদ নিয়েছিল, সে আজ ছাপিয়ে গেল তাঁকে! বিরাটের এই সাফল্যে খুশি সচিনও। সামাজিক মাধ্যম X-এ বিরাটের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন সচিন। কী বলছেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

 

জন্মদিনে ইডেনের মাটিতে ঈশ্বরকে ছুঁয়েছিলেন বিরাট। আজ সেমিফাইনালে মঞ্চে ঈশ্বরের ঘরে মাঠে, তাঁকে সাক্ষী রেখে নতুন কাহিনী লিখলেন বিরাট। ওয়াংখেড়ের গ্যালারিতে তখন শুধুই উচ্ছ্বাস। আবেগ যেন বাঁধ মানছে না ভক্তদের। শতরান করে প্রথম ঈশ্বরের কাছে নতজানু হয়ে শ্রদ্ধা জানান কোহলি। গ্যালারি থেকে হাততালি দিতে দেখা যায় মাস্টার ব্লাস্টারকেও। বিরাটের এই সাফল্যে খুশি সচিন। ইনিংস ব্রেকে সম্প্রচারকারী চ্যানেলকে বলেন, “আজকে আমার সেই দিনের কথা মনে পড়েে যাচ্ছে। প্রথমদিন সতীর্থদের মজার শিকার হয়ে ড্রেসিং রুমে আমায় প্রণাম করতে এসেছিল। আজ সেই ছেলেটা অনেক বড় প্লেয়ার হয়ে গিয়েছে! বিরাটের এই সাফল্যে আমি সত্যই খুশি।”


শুধু তাই নয়, বিরাটকে সামাজিক মাধ্যেমে শুভেচ্ছা বার্তা দিতে ভোলেননি সচিন। সামাজিক মাধ্যম X-এ সচিন লিখেছেন, “সে দিন সতীর্থরা মজা করে তোমায় আমার কাছে পাঠিয়েছিল। বলেছিল, ড্রেসিং রুমে এসে আমায় প্রণাম করতে হবে। আমি সেদিন হেসেছিলাম।  তার কিছুদিনের মধ্যেই তুমি  আমার মনও ছুঁয়ে ফেলেছিলে। আমি খুব খুশি যে সেদিনের সেই ছোট ছেলেটা আজ বিরাট একজন ক্রিকেটারে পরিণত হয়েছে।”

Next Article