চেন্নাই: কবে শুরু হবে মেয়েদের আইপিএল (Womens IPL) ? বেশ কয়েক বছর ধরে চলছে প্রচুর জল্পনা কল্পনা। যা শোনা যাচ্ছে, আগামী বছর থেকে শুরু হবে মেয়েদের ছয় দলের আইপিএল (IPL)। যাই হোক, সেই জল্পনার মাঝেই মেয়েদের আইপিএলে টিমে কেনার কথা বললেন সিএসকে সিইও কাশী বিশ্বনাথন। এমনিতে আইপিএলেপ অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস (CSK)। চারবারের চ্যাম্পিয়ন। সেই সাফল্য থেকেই মেয়েদের ইয়েলো ব্রিগেড নামানোর কথা ভেবে ফেলেছে চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজিটি। দলের দায়িত্ব যদি মহেন্দ্র সিং ধোনির হাতে তুলে দেওয়া হয়, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে এই নিয়ে বেশি মাথা ঘামাচ্ছেন না সিএসকে সিইও। বিসিসিআই মেয়েদের আইপিএলের ঘোষণা করলে তখনই আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে সিএসকে-র তরফে।
গতমাসেই মেয়েদের পৃথক আইপিএলের সূচনা নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। তাঁর মতে, এতে মেয়েদের ক্রিকেটের আরও উন্নতি ঘটবে। সারা বিশ্বের মহিলা ক্রিকেটাররা এই ছয়টি দলে খেলবেন। ২০১৮ সাল থেকে বেশ কয়েকটি আইপিএল সংস্করণের মাঝে ওমেনস টি-২০ চ্যালেঞ্জ খেলা হয়েছে। সপ্তাহখানেক ধরে তিনটি দলের মধ্যে চলেছে লড়াই। তবে এ বার আলাদাভাবে শুধু মেয়েদের জন্য শুরু হচ্ছে আইপিএল। চেন্নাই সুপার কিংসের মতো ফ্র্যাঞ্চাইজিগুলি আগ্রহ প্রকাশ করায় মেয়েদের আইপিএল নিয়ে অনুরাগীদের অপেক্ষা বেড়ে গেল কয়েকগুণ।
মেয়েদের বিগ ব্যাশ লিগ বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ। টুর্নামেন্টে একঝাঁক ভারতীয় ক্রিকেটার অংশগ্রহণ করেছেন। হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, শেফালি বর্মা, জেমাইমা রড্রিগেজদের মেয়েদের বিগ ব্যাশ লিগে খেলতে দেখা গিয়েছে।