চেন্নাই : ‘মাহি হ্যায় তো মুমকিন হ্যায়’… এ বারের আইপিএলে (IPL 2023) ধারাভাষ্যকাররা কত বার যে এই কথা বলেছেন তার ঠিক নেই। চিপকে গত বারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সকে হারিয়ে ১৬তম আইপিএলের প্রথম ফাইনালিস্ট মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। কোয়ালিফায়ার ১ এ বরাবরই চেন্নাইয়ের রেকর্ড ভীষণ ভালো। ফের একবার তারই প্রমাণ পাওয়া গেল। এই নিয়ে ১০ বার আইপিএল ফাইনালে পৌঁছে গেল সিএসকে। হার্দিকের গুজরাটকে ১৫ রানে হারিয়ে রেকর্ড গড়েছে চেন্নাই। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি বার ফাইনালে খেলার রেকর্ড এতদিন ছিল চেন্নাইয়েরই। ২৮ মে আমেদাবাদে দশম আইপিএল ফাইনালে খেলবে ধোনির ইয়েলোব্রিগেড। ২০২১ সালে শেষ বার আইপিএল ফাইনালে পৌঁছেছিল ধোনির দল। সে বার চতুর্থ আইপিএল ট্রফি গিয়েছিল সিএসকে শিবিরে। কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে সে বার চ্যাম্পিয়ন হয়েছিল ধোনির চেন্নাই। এ বার দেখার ফাইনালে সিএসকের প্রতিপক্ষ হয় কারা। আর ট্রফি মাহির হাতেই ওঠে কিনা। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
এ বারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়েছিল গুজরাট। কোয়ালিফায়ার ১ এর ম্যাচে চিপকে সেই হারের বদলা নিল চেন্নাই। সঙ্গে ধোনির দল পেল ফাইনালের টিকিট। এর আগে ৯ বার ফাইনাল খেলেছে সিএসকে। তার মধ্যে ৪ বার চ্যাম্পিয়ন হয়েছে সিএসকে। চেন্নাইয়ের পর সবচেয়ে বেশি ৬ বার আইপিএল ফাইনালে খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। জিতেছে ৫ বার। আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই অতীতে যে ৯ বার আইপিএলে খেলেছে তার মধ্যে ৩ বার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরেছে। কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের কাছে ১ বার করে ফাইনালে হেরেছে সিএসকে।
?? ??? ????!
? Join the Chennai Super Kings as they celebrate a spectacular win and become the first finalists of #TATAIPL 2023 ?#TATAIPL | #Qualifier1 | #GTvCSK | @ChennaiIPL pic.twitter.com/ZLPIY2gEEu
— IndianPremierLeague (@IPL) May 23, 2023
এ বারের আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ছিলেন ক্রিকেট প্রেমীরা। চিপকে হার্দিকের দলের বিরুদ্ধে টস হেরে প্রথমে ব্যাটিং করতে হয় সিএসকে-কে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭২ রান তোলে সিএসকে। পুরো মরসুমের মতো দুই ওপেনার গুজরাটের বিরুদ্ধেও ভালো পারফর্ম করেন। গুরুত্বপূর্ণ ম্যাচে ২টি বল খেলেন ধোনি। ১৭৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৫৭ রানে অলআউট হয়ে যান হার্দিক পান্ডিয়ারা। গুজরাটের হয়ে শুভমন গিল কিছুটা দলকে টানার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ অবধি পারেননি। ১৫ রানে ম্যাচ জিতে এই নিয়ে দশম বারের জন্য আইপিএলের ফাইনালে পৌঁছে গেল চেন্নাই।