IPL 2022: এ বারের আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন-রানার্সরা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 27, 2022 | 4:56 PM

আর একটা মাসও বাকি নেই। আইপিএলের (IPL) চেনা বিউগলটা আবার বাজবে অলিতে গলিতে। ২৬ মার্চ শুরু হতে চলেছে ভারতের কোটিপতি লিগ। আইপিএল-১৪ যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হতে চলেছে আইপিএল-১৫-র সফর।

IPL 2022: এ বারের আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন-রানার্সরা
আইপিএল ২০২২ (ছবি-আইপিএল টুইটার)

Follow Us

নয়াদিল্লি: আর একটা মাসও বাকি নেই। আইপিএলের (IPL) চেনা বিউগলটা আবার বাজবে অলিতে গলিতে। ২৬ মার্চ শুরু হতে চলেছে ভারতের কোটিপতি লিগ। আইপিএল-১৪ যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হতে চলেছে আইপিএল-১৫-র সফর। ২০২১ সালের ফাইনালে মুখোমুখি হয়েছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও ইওন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আসন্ন আইপিএল শুরু হতে চলেছে চারবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই ও দু’বারের চ্যাম্পিয়ন কলকাতার মধ্যে। আইপিএল-১৫-র উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হতে চলেছে মাহির সিএসকে ও নাইটদের নতুন নেতা শ্রেয়স আইয়ারের কেকেআর। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে, গতবারের চ্যাম্পিয়ন ও রানার্স আপদের মধ্যে ম্যাচ দিয়ে শুরু হবে ২০২২ সালের আইপিএল।

বিসিসিআইয়ের এক কর্তা জানান, চেন্নাই বনাম কলকাতা ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে এ বারের আইপিএল। পরের মরসুমে গত বারের চ্যাম্পিয়নরা প্রথম ম্যাচে খেলবে, সেই নিয়মে কোনও বদল করা হয়নি। মুম্বইতে হবে আইপিএলের ৫৫টি ম্যাচ। এবং পুনেতে হবে ১৫টি ম্যাচ। বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনও প্লে অফের ৪টি ম্যাচের ভেনু ঘোষণা করা হয়নি।

মুম্বইয়ের ওয়াংখেড়েতে হবে আইপিএলের ২০টি ম্যাচ। ডিওয়াই পাটিল স্টেডিয়ামও ২০ টি ম্যাচ আয়োজন করবে। ব্রেবোর্ন স্টেডিয়ামে হবে ১৫টি ম্যাচ। মহারাষ্ট্রের ক্রীড়া মন্ত্রী সুনীল কেদার শনিবার জানান যে, তিনি আশাবাদী আইপিএল ম্যাচের জন্য দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে মহারাষ্ট্রে। সুনীল কেদার বলেন, “আমি আশা করি যেভাবে কোভিডের সংখ্যা দিন দিন কমছে, এখানকার পরিবেশ মুক্ত রয়েছে। আমর মনে হয়, যখন আইপিএল ম্যাচগুলি অনুষ্ঠিত হবে, সেই সময়ে এখানকার পরিবেশ এমন হবে যে সমস্ত দর্শকদের স্টেডিয়ামে খেলা দেখার অনুমতি দেওয়া হবে। এটা খেলোয়াড়দের জন্যও একটা উৎসাহ জোগাবে। এবং এটি একটি ভালো সুযোগ হবে যেখানে মানুষ এক সঙ্গে জড়ো হতে পারবে। মানুষ দেড় থেকে দুই বছর ধরে ঘরে বসে আছে।”

তিনি আরও বলেন, “এটা আমাদের সৌভাগ্য যে সমস্ত (লিগের) ম্যাচগুলি মহারাষ্ট্রে, পুনে এবং মুম্বাইতে অনুষ্ঠিত হবে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী হওয়ায় আমি বিসিসিআইকে ধন্যবাদ জানাই। বুদবুদ এবং বিধিনিষেধের বিষয়ে এবং সেখানে কতজন লোককে গেমগুলি দেখার অনুমতি দেওয়া হবে, সেই সমস্ত জিনিস, আমরা আন্তর্জাতিক নিয়ম অনুসারে এটি কাজ করব।” তবে মুম্বইয়ের যানজট নিয়ে কিন্তু চিন্তায় রয়েছে আইপিএল কর্তৃপক্ষ। তাই ক্রিকেটারদের কোনও সমস্যায় যাতে না পড়তে হয়, এবং সময় মতো ভেনুতে পৌঁছতে পারে দলগুলো, তার জন্য মহারাষ্ট্র সরকার ‘গ্রিন চ্যানেল’ করার ব্যবস্থাও করবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: India vs Sri Lanka: রোহিতের সঙ্গে কেন সাবধানে হাত মেলাতে বললেন মহম্মদ কাইফ?

Next Article