সিডনি: অ্যাসেজ সিরিজে (Ashes Series) কোভিডের (COVID19) বাড়বাড়ন্ত লেগেই রয়েছে। অজিদের কাছে সিরিজ হাতছাড়া হয়েই গিয়েছে, এর পর এ বার ইংল্যান্ড শিবিরের এক এক জন করে করোনার কাবু হয়ে পড়ছেন। জানা গিয়েছে, জো রুটদের হেড কোচ ক্রিস সিলভারউডের (Chris Silverwood) করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এর আগে ৩০ ডিসেম্বর তাঁর পরিবারের এক সদস্যের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসায় তিনি পরিবারের সঙ্গে মেলবোর্নে আইসোলেশনে ছিলেন। সহকারী কোচ গ্রাহাম থর্পে (Graham Thorpe) অ্যাসেজের চতুর্থ টেস্টে প্রধান কোচের ভূমিকা পালন করবেন।
ব্রিটিশ সংবাদসূত্রের খবর অনুযায়ী, “ইংল্যান্ডের ছেলেদের দলের হেড কোচ ক্রিস সিলভারউডের করোনা পরীক্ষার ফল পজিটিভ। তাঁর পরিবারের এক সদস্যের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পর তিনি ৩০ ডিসেম্বর থেকে মেলবোর্নে আইসোলেশনে রয়েছেন। তিনি ৪ জানুয়ারি পর্যন্ত আইসোলেশনে থাকবেন।” জানা গিয়েছে, সিলভারউডের অনুপস্থিতিতে অ্যাডাম হলইউককে কোচের দায়িত্ব দেওয়ার কথা ভেবেছিল ইসিবি। কিন্তু তিনিও একজন করোনা আক্রান্তের নিকট সংস্পর্শে এসেছেন।
ইংল্যান্ডের এক নেট বোলার করোনা আক্রান্ত হওয়ায়, সিডনি টেস্টের আগে, আজ রুটদের অনুশীলনও বাতিল হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, তাতে ইংল্যান্ড দলে করোনা আক্রান্তের তালিকায় রয়েছেন… হেড কোচ ক্রিস সিলভারউড, স্পিন বোলিং কোচ জিতেন প্যাটেল (Jeetan Patel), জোরে বোলিং কোচ জন লুইস (Jon Lewis) এবং স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ ডারেন ভেনাস (Darren Veness)। ফলে সিলভারউড ছাড়াও ইংল্যান্ডের এই সদস্যরা চতুর্থ টেস্টে উপস্থিত থাকতে পারবেন না।
অন্যদিকে, করোনা সংক্রমিত অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রেভিস হেডও (Travis Head)। কোভিড পজিটিভ (Covid Positive) হওয়ায় সিডনি টেস্ট থেকে ছিটকে গিয়েছেন তিনি। সিডনিতে অনুষ্ঠিত টেস্ট ম্যাচের তৃতীয় দিন জেন ম্যাকগ্রা ডে (Jane McGrath Day) নামে পরিচিত। ম্যাকগ্রা ফাউন্ডেশনের চিফ এগজিকিউটিভ হলি মাস্টার্স (Holly Masters) বলেন, ‘গ্লেনের আরটি-পিসিআর (RT-PCR) টেস্ট পজিটিভ এসেছে। আমরা ওর দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা আশাবাদী, ওর পরবর্তী পরীক্ষার রেজাল্ট নেগেটিভ আসবে। সেক্ষেত্রে তৃতীয় দিন গ্লেনকে আমরা মাঠে দেখতেই পারি।’
আরও পড়ুন: Ashes Series 2021-22: পিঙ্ক টেস্টের আগে করোনা সংক্রমিত ম্যাকগ্রা
আরও পড়ুন: India vs South Africa: পয়া ওয়ান্ডারার্সে জোড়া রেকর্ডের সামনে বিরাট