Aus vs Eng: ক্যাচ নিতে যাওয়া বোলারকে ধাক্কা ওয়েডের, ভয়ে আবেদনই করলেন না বাটলার!

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Oct 10, 2022 | 12:58 PM

Matthew Wade Obstructing The Field: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়ার বাঁ হাতি ব্যাটার ম্যাথু ওয়েডের কার্যকলাপ বিতর্কের সৃষ্টি করেছে। ওয়েডের ক্যাচ নিতে যাওয়া ইংরেজ বোলার মার্ক উডকে হাত দিয়ে ধাক্কা দেন। তা সত্ত্বেও 'অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড' আউটের আবেদন করেননি ইংরেজ অধিনায়ক জস বাটলার। এর পিছনে যে কারণ ব্যাখ্যা করেছেন তা অবাক করেছে ক্রিকেট সমর্থকদের।

Aus vs Eng: ক্যাচ নিতে যাওয়া বোলারকে ধাক্কা ওয়েডের, ভয়ে আবেদনই করলেন না বাটলার!
Image Credit source: Twitter

Follow Us

পার্থ: ম্যাথু ওয়েডের (Matthew Wade) বিরুদ্ধে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউটের আবেদন কেন করলেন না? ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া প্রথম টি-২০ ম্যাচের পর সাংবাদিকদের প্রশ্ন ছিল এটাই। পার্থের অপ্টাস স্টেডিয়ামে ওয়েডের বিরুদ্ধে ইংরেজ বোলার মার্ক উডকে ক্যাচ নিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। ক্রিকেটের ভাষায় যাকে বলে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’। ম্যাচে অস্ট্রেলিয়ার ইনিংসের ১৭তম ওভারে ঘটে। ইংল্যান্ডের দেওয়া ২০৯ রান তাড়া করতে নেমেছিল অস্ট্রেলিয়া (England vs Australia)। মার্ক উডের বাউন্সার ব্যাটের কানায় লাগার পর ওয়েডের হেলমেটে লেগে শূন্য ওঠে। অজি ব্যাটার তখন ০ রানে ব্যাট করছেন। ক্যাচ নেওয়ার জন্য ছুটতে থাকেন উড। কিন্তু তাঁকে হাত দিয়ে থামিয়ে দেন ওয়েড। ক্যাচ নেওয়ার জন্য সময়মতো বলে কাছে পৌঁছতে পারেননি অধিনায়ক বাটলার। ক্রিকেটের ৩৭ নম্বর ধারা অনুযায়ী ক্রিজে থাকাকালীন কোনও ব্যাটার ক্যাচ নিতে বাধা দিলে ‘অবস্ট্র্যাক্টিং দ্য ফিল্ড’ আউটের জন্য বিবেচিত হবেন। সেই নিয়ম জানা সত্ত্বেও ইংরেজ অধিনায়ক জস বাটলার (Jos Buttler) আউটের আবেদন করলেন না। যা দেখে ভ্রু কুঁচকে যায় ক্রিকেট সমর্থকদের। চরম ট্রোলড হন ওয়েড।

ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলার ম্যাচের পরে এর কারণ ব্যাখ্যা দেন। তিনি বলেন, “আমি জানতাম না ওয়েড এবং উডের মধ্যে আসলে কী ঘটেছিল। আমিও ওখানে ছিলাম ঠিকই। তবে পুরো সময়টা বলের দিকে তাকিয়ে ছিলাম। তাই স্পষ্ট করে বলতে পারব না ঠিক কী ঘটেছিল। আবেদন করতে চাই কী না, আম্পায়াররা জিজ্ঞেস করেছিল। আমি আবেদন করতে পারিনি। কারণ এই সবে অস্ট্রেলিয়া সফরে এসেছি। এখনও এখানে বেশ কিছুদিন থাকতে হবে। শুরুতেই এরকম ঝুঁকি নিতে চাইনি।” বাটলার জানতেন, আবেদন করলে অজি মিডিয়া তাঁকে ছেঁকে ধরত। পাশাপাশি স্থানীয় ক্রিকেট সমর্থকদের রোষের মুখেও পড়তে হত। তাই এই উদারতা!

তবে বিশ্বকাপ চলাকালীন এমন ঘটনা ঘটলে তিনি আবেদন করা থেকে বিরত থাকবেন না বলেই জানিয়েছেন বাটলার। ওয়েডের বিতর্কিত কার্যকলাপ ম্যাচের ফলাফলে পার্থক্য গড়তে পারেনি। ২০০ রানেই আটকে যায় অস্ট্রেলিয়া। অ্যালেক্স হেলস এবং জস বাটলারের অর্ধশতরানে আট রানে ম্যাচ জিতে যায় ইংল্যান্ড।

Next Article