সিলেট: মেয়েদের এশিয়া কাপে (Women’s Asia Cup) সেমিফাইনাল নিশ্চিত হয়েছে ভারতের। এখনও অবধি পাঁচ ম্যাচ খেলে ৪টিতে জয়। তবে অস্বস্তি বাড়িয়েছে পাকিস্তানের কাছে হার। গত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জিতেছে ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ সামনে থাইল্যান্ড (India vs Thailand)। বড় ব্যবধানে জিতে গ্রুপ পর্বে শীর্ষস্থানই প্রাথমিক লক্ষ্য ভারতের (Team India)। সঙ্গে গত ম্যাচগুলির মতো নজর থাকবে নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়ার ক্ষেত্রেও। ভারতীয় দলের নতুন মুখ কিরণপ্রভু নবগীরে ঘরোয়া ক্রিকেটে পাওয়ার হিটিংয়ের জন্য পরিচিত। বেশ কিছু ম্যাচে সুযোগ দেওয়া হলেও জাতীয় দলের জার্সিতে নজর কাড়তে ব্যর্থ। ভারতীয় শিবিরে স্বস্তি, শেফালি ভার্মার ছন্দে ফেরা। গত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন, উইকেটও নিয়েছেন শেফালি। রানের মধ্যে রয়েছেন বাঁ-হাতি ওপেনার স্মৃতি মন্ধানাও। গত ম্যাচে বিশ্রাম নেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। তবে সেমিফাইনালের আগে এই ম্যাচে ফিরতে পারেন।
টুর্নামেন্টের শুরু থেকেই একাদশে বদল করে আসছে ভারত। পাকিস্তানের বিরুদ্ধেও তাই দেখা যায়। গত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধেও পরিবর্তন করে ভারত। অধিনায়ক হরমনপ্রীত কৌর বিশ্রাম নেন। পাকিস্তান ম্যাচে তাঁর পরিকল্পনা এবং টপ অর্ডার ব্যাটিং নানা প্রশ্ন তুলেছিল। পাকিস্তানের বিরুদ্ধে টপ অর্ডারে বিপর্যয়ের পরও হরমনপ্রীত ৭ নম্বরে নামেন। প্রয়োজনীয় রান রেট দশ ছুঁইছুঁই। তাঁর এই পরিকল্পনা নিয়ে নানা প্রশ্ন ওঠে। হরমনপ্রীত আগে নামলে পরিস্থিতি হয়তো সামাল দিতে পারতেন। শেষ দিকে মরিয়া চেষ্টা করেছিলেন রিচা ঘোষ। হাতে উইকেট না থাকায় এবং রানের চাহিদা অনেক, প্রতি বলেই বড় শট খেলতে হয় তাঁকে। যেখানে সকলেই জয়ের আশা ছেড়ে দিয়েছিলেন, রিচা নতুন করে স্বপ্ন দেখিয়েছিলেন। জয় না এলেও রিচার লড়াই প্রশংসনীয়।
পাকিস্তান ম্যাচ অতীত। আপাতত থাইল্যান্ড ম্যাচের ভাবনাতেই ভারতীয় শিবির। খাতায় কলমে থাইল্যান্ড ভারতের তুলনায় দুর্বল দল। তবে থাইল্যান্ডের পারফরম্যান্স চমকে দেওয়ার মতোই। পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারিয়েছে থাইল্যান্ড। বিশেষ করে সতর্ক থাকতে হবে নথকন চন্তমের জন্য। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন। ভারতে মিনি আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে চন্তমের। তাঁর ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংও নজরকাড়া। ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে নজর কাড়তে চাইবেন চন্তমও।
ভারত বনাম থাইল্যান্ড, দুপুর ১টা, ডিজনি প্লাস হটস্টারে সম্প্রচার