Virender Sehwag: মাত্র ২৩ রানের জন্য… ছেলের ২৯৭ দেখে মজার মন্তব্য বীরেন্দ্র সেওয়াগের

অভিষেক সেনগুপ্ত | Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 22, 2024 | 2:26 PM

Cooch Behar Trophy, Aaryavir Sehwag: নিজের ছন্দে রানের পিরামিড তৈরি তৈরি করা। নিজের কেরিয়ারে এমনটা বারবার দেখিয়ে গিয়েছেন সেওয়াগ। তাঁর ছেলেও বোধহয় সেই পথেই হাঁটতে শুরু করলেন। যাকে বলে, বাপ কা বেটার মতো।

Virender Sehwag: মাত্র ২৩ রানের জন্য... ছেলের ২৯৭ দেখে মজার মন্তব্য বীরেন্দ্র সেওয়াগের
Image Credit source: X

Follow Us

বাবা কি প্রমিস করেছিলেন, যদি লক্ষ্যমাত্রা ভাঙতে পারেন, ছেলেকে ফেরারি দেবেন? হতে পারে, আবার নাও পারে। কারণ, ক্রিকেটারের নাম যে বীরেন্দ্র সেওয়াগ। রসিক চূড়োমণি। যে কোনও বিষয় নিয়ে মজা করতে ওস্তাদ। তাই ছেলেকে নিয়েও মজা করেছেন কিনা, তা নিয়ে একটা প্রশ্ন থাকতেই পারে। সে প্রশ্ন দূরে সরিয়ে রেখে বলতে হবে, আজ সেওয়াগ গর্বিত বাবা। আন্তর্জাতিক ক্রিকেটে সেওয়াগ মানে, অ্যাটাকিং ব্র্যান্ড। ধুন্দুমার ব্যাটিং। কাউকে পাত্তা দেওয়া নেই। নিজের ছন্দে রানের পিরামিড তৈরি তৈরি করা। নিজের কেরিয়ারে এমনটা বারবার দেখিয়ে গিয়েছেন সেওয়াগ। তাঁর ছেলেও বোধহয় সেই পথেই হাঁটতে শুরু করলেন। যাকে বলে, বাপ কা বেটার মতো।

টেস্ট ক্রিকেটে সেওয়াগের সর্বোচ্চ ৩১৯ রানের ইনিংস রয়েছে। বীরু কি ছেলেকে বলেছিলেন, তাঁর রান টপকে যেতে পারলে ছেলেকে ফেরারি দেবেন? এর উত্তর জানা নেই। তবে মাত্র ২৩ রান পিছনে শেষ করলেন ছেলে আর্যবীর। কুচবিহার ট্রফিতে মেঘালয়ের বিরুদ্ধে ২৯৭ করেছেন। চার দিনের অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে আর্যবীরের এই ইনিস এসেছে ৫১টা বাউন্ডারি ও ৩টে ছয় সহকারে। দিল্লির হয়ে তাঁর এই ব্যাটিং নিয়ে কিন্তু চর্চা শুরু হয়ে গিয়েছে। বাবা ট্রিপল সেঞ্চুরির পরোয়া করেননি কোনওদিন। ছেলেও হয়েছেন বাবার মতোই।

এই খবরটিও পড়ুন

ছেলের এ হেন ইনিংসের পর সেওয়াগ লিখেছেন, ‘ভালো খেলেছ। তবে ২৩ রানের জন্য ফেরারিটা মিস করলে। এ ভাবেই চালিয়ে যাও। নিজের আগুনটা বাঁচিয়ে রাখো। আশা করি তুমি বাবার থেকেও অনেক বেশি সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরি করবে। খেলে যাও…!’

Next Article