Rishabh Pant, IPL 2025: আইপিএলে কোন টিমে? ম্যাচের মাঝেই ঋষভ পন্থকে প্রশ্ন মার্শের
IND vs AUS 1st Test: টেস্টের মাঝেও আলোচনায় আইপিএল অকশন। রবি ও সোমবার সৌদি আরবের শহর জেড্ডায় বসছে অকশনের আসর। দিল্লি ক্যাপিটালস রিটেন করেনি ক্যাপ্টেন ঋষভ পন্থ ও অলরাউন্ডার মিচেল মার্শকে। কোথায় যাচ্ছেন ঋষভ?
পারথে চলছে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট। ম্যাচের প্রথম দিন ভারতের ভরসা ঋষভ পন্থ। টস জিতে ব্যাটিং নিয়েছিলেন ক্যাপ্টেন জসপ্রীত বুমরা। যদিও ভারতের টপ অর্ডার হতাশ করে। লোকেশ রাহুল ছাড়া টপ অর্ডারের কেউই ভরসা দিতে পারেননি। প্রবল চাপে থাকা ভারতীয় দলের ভরসা সেই ঋষভ পন্থই। তবে টেস্টের মাঝেও আলোচনায় আইপিএল অকশন। রবি ও সোমবার সৌদি আরবের শহর জেড্ডায় বসছে অকশনের আসর। দিল্লি ক্যাপিটালস রিটেন করেনি ক্যাপ্টেন ঋষভ পন্থ ও অলরাউন্ডার মিচেল মার্শকে। কোথায় যাচ্ছেন ঋষভ?
প্রথম সেশনেই চার উইকেট হারিয়ে প্রবল চাপে ছিল ভারত। লাঞ্চের আগে বিতর্কিত সিদ্ধান্তে আউট লোকেশ রাহুল। অস্বস্তির সেখানেই শেষ নয়। লাঞ্চের পর ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেলেরও উইকেট হারায় ভারত। ক্রিজে ভরসা ঋষভ পন্থ। সঙ্গে অভিষেক টেস্টে নামা নীতীশ রেড্ডি। ভারতীয় শিবিরে চূড়ান্ত চাপের মুহূর্ত। এর মাঝেই অবশ্য মজার ঘটনা। যা ধরা পড়ল স্টাম্প মাইকে।
ওভারের মাঝে ফিল্ড প্লেসমেন্ট পরিবর্তন হচ্ছিল। ক্রিজে পার্টনার নীতীশের সঙ্গে আলোচনায় ঋষভ পন্থ। সে সময়ই পাস করছিলেন মিচেল মার্শ। গত মরসুমেও দিল্লি ক্যাপিটালসে খেলেছেন মিচেল মার্শ। তাঁর ক্যাপ্টেন ছিলেন ঋষভ পন্থ। দু-জনেই অকশনে উঠছেন। ঋষভ পন্থকে মিচেল মার্শ জিজ্ঞেস করেন, ‘আমরা কোন টিমে যাচ্ছি?’ হাসি আটকাতে পারেননি ঋষভ পন্থও। টেস্টের মাঝে এমন প্রশ্ন! আইপিএলের সতীর্থ মার্শকে জবাবে হাসি মুখেই পন্থ বলেন, ‘নো আইডিয়া’। রবি কিংবা সোমবারই নিশ্চিত হয়ে যাবে, তাঁরা কোন টিমে খেলবেন। এক টিমে হতে পারে, আবার আলাদাও। ভালো দর, দল পাওয়ার অপেক্ষায়।
SOUND 🔛 Just two old friends meeting! 😁🤝
Don’t miss this stump-mic gold ft. 𝗥𝗜𝗦𝗛𝗔𝗕𝗛-𝗣𝗔𝗡𝗧𝗜! 🤭
📺 #AUSvINDOnStar 👉 1st Test, Day 1, LIVE NOW! #AUSvIND #ToughestRivalry pic.twitter.com/vvmTdJzFFq
— Star Sports (@StarSportsIndia) November 22, 2024