‘আজকের ভারত অনেক আলাদা’, News9 গ্লোবাল সামিটে মাই হোম গ্রুপের উত্থান কাহিনি তুলে ধরলেন ভাইস চেয়ারম্যান রামু রাও জুপল্লি

News9 Global Summit: নিউজ৯ গ্লোবাল সামিটের মঞ্চে রামু রাও জুপল্লি মাই হোম গ্রুপের উত্থানের কাহিনি তুলে ধরেন। তিনি বলেন, "আমি একটি ব্যবসায়ী পরিবার থেকে এসেছি। আমি বলতে পারি আমার বাবার প্রজন্মের ভারত থেকে আজকের ভারত কতটা আলাদা। আমার বাবা রামা রাও জুপল্লি একজন হোমিওপ্যাথি চিকিৎসক হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন। কিন্তু তিনি ব্যবসা করে কর্মসংস্থান করতে চেয়েছিলেন।"

'আজকের ভারত অনেক আলাদা', News9 গ্লোবাল সামিটে মাই হোম গ্রুপের উত্থান কাহিনি তুলে ধরলেন ভাইস চেয়ারম্যান রামু রাও জুপল্লি
নিউজ৯ গ্লোবাল সামিটে বক্তব্য রাখলেন রামু রাও জুপল্লি।Image Credit source: TV9 নেটওয়ার্ক
Follow Us:
| Updated on: Nov 22, 2024 | 11:56 AM

স্টুটগার্ট: এবার আন্তর্জাতিক মঞ্চে নিউজ৯। জার্মানির স্টুটগার্টে বসেছে নিউজ৯ গ্লোবাল সামিট। তিনদিনের এই সামিটে বক্তব্য রাখবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও। নিউজ৯ গ্লোবাল সামিটে অংশ নিয়ে মাই হোম গ্রুপের ভাইস চেয়ারম্যান রামু রাও জুপল্লি বলেন যে নতুন ভারত প্রেরণা দিচ্ছে সকলকে।

নিউজ৯ গ্লোবাল সামিটের মঞ্চে রামু রাও জুপল্লি মাই হোম গ্রুপের উত্থানের কাহিনি তুলে ধরেন। তিনি বলেন, “আমি একটি ব্যবসায়ী পরিবার থেকে এসেছি। আমি বলতে পারি আমার বাবার প্রজন্মের ভারত থেকে আজকের ভারত কতটা আলাদা। আমার বাবা রামা রাও জুপল্লি একজন হোমিওপ্যাথি চিকিৎসক হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন। কিন্তু তিনি ব্যবসা করে কর্মসংস্থান করতে চেয়েছিলেন। নিজের এবং তার বিনিয়োগকারীদের জন্য সম্পদ বাড়াতে চেয়েছিলেন। বাবা একজন কৃষক পরিবারের সন্তান ছিলেন, তাঁর  কোনও আর্থিক সহায়তা বা অন্য কোনও সহায়তা ছিল না। তিনি ক্যারিয়ার পরিবর্তন করেন এবং একটি প্লট দিয়ে ব্যবসা শুরু করেন। সেখানেই একটি রিয়েল এস্টেট কোম্পানি শুরু করেন এবং সেখান থেকে তিনি সিমেন্ট শিল্পের দিকে চলে যান।”

তিনি আরও বলেন, “আমার বাবার শুরু করা কোম্পানিটি আজ ৫০ মিলিয়ন বর্গফুটের বেশি নির্মাণ করেছে এবং কয়েক মিলিয়ন বর্গফুট উন্নয়ন করেছে। একইভাবে সিমেন্ট শিল্পে প্রতি বছর ১২ কোটি টন সিমেন্ট উৎপাদিত হচ্ছে, যা ভবিষ্যতে ২০ কোটি টনে নিয়ে যাওয়াই লক্ষ্য।”

মাই হোম গ্রুপের ভাইস চেয়ারম্যান রামু রাও জুপল্লি বলেন, “আমার বাবা তার ব্যবসা সফল করতে কঠোর সংগ্রাম করেছেন। দুঃখের বিষয়, সে সময় ভারতে এমন কোনো অর্থনৈতিক পরিবেশ ছিল না যা ব্যবসার জন্য অনুকূল ছিল। আজকের গল্পটা অন্যরকম। আজ, ভারতীয় স্টার্টআপগুলির মূল্য ১ বিলিয়ন ডলারেরও বেশি৷ বিশ্বের প্রতিটি কোণ থেকে লোকজনেরা ভারতে বিনিয়োগ করছে কারণ তারা বিশ্বাস করে যে এটি তরুণ এবং মেধাবী দেশ।”

তিনি বলেন যে আজ দেশে সুযোগ ও চ্যালেঞ্জ দুটোই আছে। রামু রাও বলেন, “একজন তরুণ উদ্যোক্তা হিসেবে আমি বিশ্বাস করি যে আমার বাবার চেয়েও ভালো করতে হবে। আমি চারটি জিনিস মাথায় রাখি, যা এন্টারপ্রাইজ বিল্ডিংয়ের ভবিষ্যত ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে প্রথমটি হল মানদণ্ড। আমি বিশ্বাস করি যে সমস্যার সমাধান করা উচিত বিশ্বের যতটা সম্ভব মানুষের সঙ্গে প্রাসঙ্গিক হওয়া উচিত। আমাদের দেশের সীমার বাইরে চিন্তা করার চেষ্টা করি। দ্বিতীয় বিষয় হল প্রযুক্তি। ভবিষ্যতে আমরা যাই করি না কেন, প্রযুক্তি থাকবে কেন্দ্রে। একজন উদ্যোক্তা হিসেবে, আমি আমার ব্যবসায় একটি শক্তিশালী ডিজিটাল ভিত্তি দিতে চাই। তৃতীয়টি হলো স্থায়িত্ব এবং চতুর্থটি হলো পুঁজিবাদ।”