ভারতীয় মহিলাদের বিরুদ্ধে মাল্টি-ফরম্যাট সিরিজের জন্য কর্মকর্তাদের নিশ্চিত করল সিএ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 12, 2021 | 7:52 AM

ভারতীয় মহিলা দলের সঙ্গে মাল্টি ফর্ম্যাট সিরিজে তিনটি মেয়েদের ওয়ান ডে ম্যাচ, একটি দিন-রাতের টেস্ট ম্যাচ ও তিনটি টি-২০ ম্যাচ হবে। ২১ সেপ্টেম্বর থেকে এই মাল্টি ফরম্যাট সিরিজ শুরু হবে।

ভারতীয় মহিলাদের বিরুদ্ধে মাল্টি-ফরম্যাট সিরিজের জন্য কর্মকর্তাদের নিশ্চিত করল সিএ
ভারতীয় মহিলাদের বিরুদ্ধে মাল্টি-ফরম্যাট সিরিজের জন্য কর্মকর্তাদের নিশ্চিত করল সিএ

Follow Us

ব্রিসবেন: ভারত ও অস্ট্রেলিয়ার (India vs Australia) মধ্যে মাল্টি ফর্ম্যাট সিরিজ (multi format series) হবে, খবরে সিলমোহর দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)।

ভারতীয় মহিলা দলের সঙ্গে মাল্টি ফর্ম্যাট সিরিজে তিনটি মেয়েদের ওয়ান ডে ম্যাচ, একটি দিন-রাতের টেস্ট ম্যাচ ও তিনটি টি-২০ ম্যাচ হবে। ২১ সেপ্টেম্বর থেকে এই মাল্টি ফরম্যাট সিরিজ শুরু হবে।

এলোসি শেরিডান (Eloise Sheridan), যিনি আগে সাতটি মহিলা টি-টোয়েন্টিতে অংশ নিয়েছিলেন এবং যিনি এই গ্রীষ্মে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাপ্লিমেন্টারি আম্পায়ার প্যানেল (SUP)-এ উন্নীত হয়েছেন। ভারতীয় মহিলা দলের বিরুদ্ধে তাঁর প্রথম মহিলা একদিনের আন্তর্জাতিক (WODI) ম্যাচে খেলানোর কথা রয়েছে। গ্রেট ব্যারিয়ার রিফ এরিনায় তিনটি ম্যাচের আম্পায়ারিং করবেন শেরিডান।

গিলেস্পি ক্রিকেট অস্ট্রেলিয়া ন্যাশনাল আম্পায়ার প্যানেলে (NUP) রয়েছেন এবং পোলোসাক, যিনি এপ্রিল মাসে ২০১৯ সালে পুরুষদের ওয়ানডে তে প্রথম মহিলা আম্পায়ার হয়েছিলেন। তিনি উইন্ডহোকে আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন-২ -তে নামিবিয়া বনাম ওমান ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন এবং ছিলেন গত গ্রীষ্মের সময় অস্ট্রেলিয়ায় চতুর্থ আম্পায়ার হিসেবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতের পুরুষ দলের টেস্টের দায়িত্বে ছিলেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার হেড ক্রিকেট অপারেশনস এবং শিডিউলিং পিটার রোচ নিয়োগের বিষয়ে মন্তব্য করে বলেছেন, “এই সিরিজে ম্যাচের জন্য নিযুক্ত সকলকে অভিনন্দন। এলয়েস, ক্লেয়ার, ফিল এবং ববের জন্য, এই ম্যাচগুলো যে কেরিয়ারের মাইলফলক চিহ্নিত করবে তার জন্য তাদের শ্রেষ্ঠত্ব সম্পূর্ণরূপে প্রাপ্য।”

আরও পড়ুন: India vs England 2021: আইপিএল আর টাকার জন্য বাতিল ম্যাঞ্চেস্টার টেস্ট: মাইকেল ভন

Next Article