
ভারত-পাকিস্তান ম্যাচ। এই শব্দবন্ধটা শুনলেই বিদ্যুতের মতো শিহরণ খেলে যায় শরীরে। গোটা দেশ চার দেওয়ালে আটকে পড়ে, রাস্তাঘাট শুনশান হয়ে যায়, গ্যালারি উপচে পড়ে। আর ভারত-বাংলাদেশ! পশ্চিমের প্রতিবেশীর জন্য সুর যতটা সপ্তমে ওঠে পূর্বের প্রতিবেশীর জন্য ততটাই খাদে। সেয়ানে সেয়ানে লড়াইয়ে বাংলাদেশকে কখনওই শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে ধরা হয় না। এবার কিন্তু পরিস্থিতি অন্য। ভারত-বাংলাদেশ টেস্ট নিয়ে ভারতীয়দের মধ্যে কতটা উৎসাহ কাজ করছে জানা নেই, কিন্তু বাংলাদেশিরা আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে। প্রেস্টিজ ফাইট তাদের কাছে। ‘আহত বাঘের’ মতো মুখিয়ে রয়েছে শিকার ছিনিয়ে আনার। কারণ একটাই। তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের আশ্রয়ে। শেখ হাসিনার ঘাড়ে ঝুলছে অপহরণ-খুনের একাধিক মামলা। তাঁকে দেশে ফেরাতে মরিয়া মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারত বিরোধী বিদ্বেষ দেখা দিয়েছে বাংলাদেশিদের মনে। এই আবহে কয়েক যোজন স্নায়ুর চাপ নিয়ে ভারতে খেলতে আসছেন সাকিব আল হাসান-লিটনরা। সেই চাপ রাখতে পারবে? নিজের দেশ খেলতে আসায় কতটা বিড়ম্বনায় হাসিনা? প্রশ্ন অনেক। উত্তর…চলুন দেখা যাক। ...