Chandrayaan-3: ডাবলিন থেকে বিক্রম-বীরত্বের সাক্ষী বুমরা-রিঙ্কুরা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 23, 2023 | 7:47 PM

Team India: অগ্নিপরীক্ষায় সফল ইসরো। দেশ জুড়ে উদযাপন চলছে। ভারতের এই ইতিহাস গড়ার দিন, ডাবলিন থেকে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রমের অবতরণের সাক্ষী হয়েছেন আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ব্যস্ত জসপ্রীত বুমরা-রিঙ্কু সিংরা।

Chandrayaan-3: ডাবলিন থেকে বিক্রম-বীরত্বের সাক্ষী বুমরা-রিঙ্কুরা
ডাবলিন থেকে বিক্রম-বীরত্বের সাক্ষী বুমরা-রিঙ্কুরা
Image Credit source: BCCI Twitter

Follow Us

নয়াদিল্লি: ৪০ দিনের অপেক্ষার অবসান। চাঁদ ছুঁয়ে ইতিহাস গড়ল ভারত। চন্দ্রযান-৩ (Chandrayaan-3) এর ল্যান্ডার বিক্রম সফল ভাবে ল্যান্ডিং করল চাঁদে। ঐতিহাসির মুহূর্তের সাক্ষী সারা দেশ। ইসরোর মুকুটে জুড়ল নয়া পালক। রাশিয়া, আমেরিকা এবং চিনের পর চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করা চতুর্থ দেশ ভারত। যদিও দক্ষিণ মেরুতে বিশ্বের প্রথম দেশ হিসেবে সফল ল্যান্ডিং করেছে ভারত। মহাকাশে এক অবিস্মরণীয় ইতিহাস গড়ল ভারত। অগ্নিপরীক্ষায় সফল ইসরো। দেশ জুড়ে উদযাপন চলছে। ভারতের এই ইতিহাস গড়ার দিন, ডাবলিন থেকে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রমের অবতরণের সাক্ষী হয়েছেন আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ব্যস্ত জসপ্রীত বুমরা-রিঙ্কু সিংরা। এক ঝলকে দেখে নিন ভারতের এই গর্বের দিনে কী বললেন ভারতীয় ক্রিকেটাররা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদন।

ডাবলিনে আজ ভারত-আয়ার্ল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচ। তার আগে জসপ্রীত বুমার নেতৃত্বাধীন ভারতীয় দলের সদস্যদের চোখ ছিল চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রমের অবতরণে। সেই ভিডিয়ো বিসিসিআইয়ের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া সাইট X এ শেয়ার করা হয়েছে।

ভারতের চন্দ্রযান-৩ মিশন সফল হওয়ায় শুভেচ্ছা বার্তা জানিয়েছেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিরা। সোশ্যাল মিডিয়া সাইট X এ সচিন তেন্ডুলকর যে বার্তা দিয়েছেন, দেখুন —

ভারতের গর্বের দিনে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি যে বার্তা দিলেন —

মহাকাশে ভারত এক অবিস্মরণীয় ইতিহাস গড়েছে, এমন দিনে ভারত অধিনায়ক রোহিত শর্মার বার্তা —

চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম সফল ভাবে ল্যান্ডিং করার পর প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগের বার্তা —

ভারতের তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া-শুভমন গিল-ঈশান কিষাণদের বার্তা —

 

Next Article