ভারতীয় ক্রিকেটে কি প্রাক্তন হওয়ার পথে শিখর ধাওয়ান? একটা সময় আইসিসি টুর্নামেন্ট মানেই বাড়তি নজর থাকত শিখর ধাওয়ানের ব্যাটে। কোনও দ্বিপাক্ষিক সিরিজের চেয়ে আইসিসি টুর্নামেন্টে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠতেন। গত ওয়ান ডে বিশ্বকাপের বছর খানেক আগে অবধিও মনে হয়েছিল, ঘরের মাঠে সুযোগ পাবেন শিখর। যদিও ওপেনিং স্লটে দেখা যায় দুই তরুণকে। বিশ্বকাপে প্রথম দু-ম্যাচে রোহিতের ওপেনিং সঙ্গী ছিলেন ঈশান কিষাণ। শুভমন গিল ডেঙ্গি থেকে ফিরতে তিনিই রোহিতের ওপেনিং পার্টনার হন। অলিখিত ভাবে শিখর ধাওয়ান জাতীয় দলে অনেক আগেই প্রাক্তন হয়ে গিয়েছেন। এ বার তাঁকে দেখা যাবে নতুন ভূমিকায়।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ মরসুম হতাশার কেটেছে শিখর ধাওয়ানের। জাতীয় দলে অনেক আগে থেকেই ব্রাত্য। ভরসা ছিল আইপিএল। হাতে গোনা কয়েকটি ম্যাচের পরই চোট। মাঝে পঞ্জাব কিংস টিম সূত্রে শোনা গিয়েছিল, ফিট হয়ে উঠেছেন ক্যাপ্টেন শিখর ধাওয়ান। যদিও তাঁকে আর মাঠে নামতে দেখা যায়নি। প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে পঞ্জাব। লিগ পর্বে আর মাত্র একটি ম্যাচ বাকি। তাতেও পাওয়ার সম্ভাবনা নেই। আইপিএলে কি শেষ ম্যাচ খেলে ফেলেছেন ধাওয়ান? এমনই ইঙ্গিত।
ক্রিকেট প্রেমীদের কাছে নতুন ভূমিকায় ধরা দিচ্ছেন শিখর ধাওয়ান। শুরু করছেন নিজের চ্যাট শো, ‘ধাওয়ান করেঙ্গে’। ২০ মে প্রিমিয়ার। দুর্দান্ত সব বিষয় নিয়ে আলোচনা হবে, এমনটাই বলা হয়েছে। ধাওয়ান বলেই দিচ্ছেন, ‘এটা শুধুই বিনোদনের মাধ্যম নয়। সমর্থকদের সঙ্গে আমার যে ব্যক্তিগত সম্পর্ক, সেটাই উঠে আসবে।’ নিজের সম্পর্কে যেমন অনেক অজানা বিষয় তুলে ধরবেন, তেমনই আরও নানা নিষয়েই।
Aapka favourite Gabbar, aa raha hai ek naye andaz mein! Get ready for gupshup, stories aur masti se bhara naya show, with none other than @SDhawan25, featuring the biggest guests in the country!
Dhawan Karenge, streaming 20 May onwards, only on JioCinema Premium.
Subscribe to… pic.twitter.com/DtT9cWx2xc
— JioCinema (@JioCinema) May 16, 2024
ধাওয়ানের চ্যাট শো-তে যেমন ক্রিকেটার কিংবা নানা ক্রীড়াবিদদের দেখা যাবে, তেমনই অন্যান্য ক্ষেত্রের সেলিব্রিটিদেরও। প্রোমোতে তার বেশ কিছু ঝলক দেখা গিয়েছে। ঋষভ পন্থ, হরভজন সিং, অক্ষয় কুমার। তালিকায় হয়তো জুড়বেন অনেকেই।