বিশ্বকাপের প্রস্তুতিতে একটিই মাত্র ওয়ার্ম ম্যাচ খেলবে ভারত। আইসিসির তরফে ওয়ার্ম ম্যাচের সূচি ঘোষণা হবে দ্রুতই। বেশির ভাগ দলই দুটি করে ওয়ার্ম আপ ম্যাচ খেলবে। যদিও ভারতীয় টিম খেলবে একটিই প্রস্তুতি ম্যাচ। ভারতের প্রস্তুতি ম্যাচটি ফ্লোরিডায় করার পরিকল্পনা ছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা এবং বিশ্বকাপের আর এক আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজের। যদিও ভারতীয় বোর্ডের তরফে অনুরোধ করা হয়, একটিই প্রস্তুতি ম্যাচ রাখার। শুধু তাই নয়, ম্যাচটি নিউ ইয়র্কেই হোক এই অনুরোধও করা হয়। তার কারণ ক্লান্তি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল ২৬ মে। তার আগের দিন ভারতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার প্রথম ধাপে পাড়ি দেবেন নিউ ইয়র্কে। আইপিএল ফাইনাল খেলা বিশ্বকাপ স্কোয়াডের প্লেয়াররা ফাইনাল ম্যাচের পর ২৬ তারিখ রওনা দেবেন। এখনও অবধি এমনটাই পরিকল্পনা রয়েছে। কোনও কারণে আইপিএল ফাইনাল রিজার্ভ ডে-তে গড়ালে পরিকল্পনা বদলাতে হতে পারে।
প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, পঞ্জাব কিংস, গুজরাট টাইটান্সের মতো দল। ফলে অধিনায়ক রোহিত শর্মা, সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, জসপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, অর্শদীপ সিংরা প্রথম ব্য়াচেই নিউ ইয়র্ক যাবেন। ভারতের বিশ্বকাপ অভিযান শুরু ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। তার আগে ১ জুন নিউ ইয়র্কের নতুন স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার সম্ভাবনা ভারতের।
মাত্র পাঁচ মাসেই গড়ে তোলা হয়েছে নিউ ইয়র্ক মূল শহর থেকে ২৫ মাইল দূরে আইসেনর পার্ক স্টেডিয়াম। ৩৪ হাজার দর্শকাসন রয়েছে এই স্টেডিয়ামে। থাকছে ড্রপ ইন পিচ। যা বানানো হয়েছিল ফ্লোরিডায়। কিছুদিন আগেই পিচ বসানো হয়েছে আইসেনর পার্কে। স্টেডিয়ামটি উদ্বোধন করেছেন বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর কিংবদন্তি অ্যাথলিট উসেইন বোল্ট।