একেই বোধহয় বলে, রথ দেখা ও কলা বেচা! যদি বলা হয়, এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করা হল, ভুল হবে না বোধহয়! আবার এও বলা যেতে পারে, চাইলে উপায় ঠিক বেরোয়! ১৫ অক্টোবর আমোেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ। ওয়ান ডে বিশ্বকাপে এটাই সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ। এমন ম্যাচ কে আর মিস করতে চায়। কিন্তু চাইলেই তো দেখা যায় না। অনেক হিসেব মেলাতে হয়। আগে জোগাড় করতে হবে টিকিট। তারপর হোটেলের রুম বুক করতে হবে। টিকিট তো অনেকেই পেয়ে গিয়েছেন। কিন্তু ভারত-পাক ম্যাচ দেখতে আমেদাবাদে যেতে হলে থাকতে হবে হোটেলে। বিশ্বকাপের উৎসবে সেই হোটেল ভাড়া এখন তুঙ্গে। ৫ হাজার টাকার ঘর বিকোচ্ছে ৫০ হাজার টাকায়। যা দেখে মাথায় হাত পড়ে গিয়েছে সমর্থকদের। কী যেতে পারে? কিছু লোক ঠিক উপায় খুঁজে বের করে ফেলেন। আমেদাবাদে ভারত-পাক ম্যাচ দেখার জন্য এমন রাস্তায় হাঁটতে পারেন সমর্থকরা, কেউ হয়তো ভেবেই দেখেনি। কী কাণ্ড ঘটালেন, জানতে পারলে চমকে যাবেন। বিস্তারিত TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
হোটেলের রুম বুক করতে না পেরে হাসপাতালের বেড ভর্তি করে ফেলেছেন কেউ কেউ। ব্যাপারটা কী রকম? সন্নিধ্যা মাল্টি স্পেশালিটি হসপিটালের ডিরেক্টর ডাঃ পরশ শাহর বক্তব্য, ‘যে হেতু এটা হাসপাতাল, তাই ফুল বডি চেকআপ করাতে চাইছে কেউ কেউ। তার জন্য ২ দিন রুম বুক রাখতে চাইছে। যাতে হোটেলের জন্য খরচ দিতে না হয়, কিন্তু হেলথ চেকআপ সেরে নেওয়া যায়।’
এখনও ভারত-পাক ম্যাচের টিকিট বাজারে ছাড়া হয়নি। কিন্তু ম্যাচ দেখতে হলে সব কিছুই আগে থেকে বুক করে রাখতে হয়। সেই কারণেই বিশ্বকাপের ফিক্সচার বেরনোর পরই সমর্থকরা আর দেরি করতে চাইছেন না। ওই মাল্টি স্পেশালিটি হসপিটালে কর্তৃপক্ষের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, হাসপাতালে ফুল বডি চেকআর করাতে চাইছেন তাঁরা। প্রথম দিন থেকে সেই কাজ সেরে নেবেন। দ্বিতীয় দিন যাবেন ম্যাচ দেখতে। উল্টোটাও করা যেতে পারে। এ ক্ষেত্রে যিনি ফুল বডি চেকআপ করাবেন, তাঁর সঙ্গে একজন থাকতেও পারেন। অর্থাৎ কেবিন বুক করলে একজনকে সঙ্গী হিসেবেও রাখতে পারবেন। এই কারণেই হোটেলে থাকার বদলে হাসপাতালে থাকা বেশি সুবিধাজনক বলে মনে করছেন ফ্যানরা।
ভারত-পাক ম্যাচ ঘিরে প্রবল উন্মাদনা রয়েছে, তা গা ভাসাতে তৈরি হাসপাতালগুলোও। অন্য আর একটি হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর নিখিল লাল বলেছেন, ‘আমাদের হাসপাতালেও অনেকে ফোন করে একদিন বা দু’দিন থাকার জন্য খোঁজখবর নিচ্ছেন। অন্যান্য হাসাপাতালের ব্যাপারটাও একই। যে কারণে ভারত-পাক ম্যাচের আমরা আমাদের হেলথ প্যাকেজ নিয়ে সামনে আসতে চাইছি।’