Cricket World Cup 2023: ইডেনে বিশ্বকাপের পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ ঘিরে হঠাৎই সংশয়

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 05, 2023 | 4:31 PM

আজ, শনিবার আইসিসির প্রতিনিধি দল ইডেন গার্ডেন্স পরিদর্শনে এসেছিল। সেই মাঠ পরিদর্শনের পরই সূত্র মারফত জানা গিয়েছে, ১২ নভেম্বর ইডেনে বিশ্বকাপের পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচ নিয়ে আচমকাই সংশয় তৈরি হয়েছে।

Cricket World Cup 2023: ইডেনে বিশ্বকাপের পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ ঘিরে হঠাৎই সংশয়
ইডেনে বিশ্বকাপের পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ ঘিরে হঠাৎই সংশয়

Follow Us

আর ঠিক মাস দু’য়েক পর শুরু হবে ওডিআই বিশ্বকাপ (Cricket World Cup 2023)। ভারতের ১০টি ভেনুতে হবে এ বারের ৫০ ওভারের বিশ্বকাপ। সূচি ঘোষণা হওয়ার পর থেকেই হইহই পড়ে গিয়েছে। আসন্ন ওডিআই বিশ্বকাপের জন্য আইসিসির একটি প্রতিনিধি দল ভেনু পরিদর্শনের জন্য ভারতে এসেছে। এ বারের বিশ্বকাপে ৫টি ম্যাচ পেয়েছে কলকাতার ইডেন গার্ডেন্স (Eden Gardens)। তার মধ্যে চতুর্থ ম্যাচ ১২ নভেম্বর। সূচি অনুযায়ী, সেই ম্যাচে মুখোমুখি হওয়ার কথা পাকিস্তান ও ইংল্যান্ডের। আচমকাই সেই ম্যাচ ঘিরে সংশয় তৈরি হয়েছে। আজ, শনিবার আইসিসির (ICC) প্রতিনিধি দল ইডেন গার্ডেন্স পরিদর্শনে এসেছিল। সেই মাঠ পরিদর্শনের পরই সূত্র মারফত জানা গিয়েছে, ১২ নভেম্বর ইডেনে বিশ্বকাপের পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচ নিয়ে আচমকাই সংশয় তৈরি হয়েছে। ওই দিন কালীপুজো থাকায় পর্যাপ্ত নিরাপত্তা নিয়ে চিন্তায় সিএবির কর্তারা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সূত্রের খবর, ইডেনে ১২ নভেম্বর পাকিস্তান-ইংল্যান্ডের ম্যাচ ঘিরে হঠাৎই সমস্যা তৈরি হয়েছে। কারণ ওই দিন কালীপুজো। আর তাই ইডেনের ম্যাচে পর্যাপ্ত পুলিশ পাওয়া নিয়ে চিন্তার ভাঁজ সিএবি কর্তাদের কপালে। দিন দু’য়েক আগে লালবাজার পুলিশের সঙ্গে আলোচনায় বসেছিল সিএবি। সেখানেই সিএবিকে লালবাজার পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কালীপুজোর কারণে ১২ নভেম্বরের ম্যাচে ইডেনে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া কঠিন। তা জানার পরই সিএবি কর্তারা বোর্ড ও আইসিসিকে এই সমস্যার কথা জানান। ওই ম্যাচের দিন পরিবর্তন করার আবেদন জানায় সিএবি। এ বার দেখার আইসিসি এবং বিসিসিআই কালীপুজোর কথা ভেবে ইডেনের ম্যাচ নিয়ে আলাদা করে চিন্তা ভাবনা করে কিনা। সূত্রের খবর, আইসিসি না মানলে পর্যাপ্ত পুলিশ পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে পারেন সিএবি কর্তারা।

বিশ্বকাপের সূচি নিয়ে এর আগেও সমস্যা দেখা দিয়েছিল। সূচি অনুযায়ী আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১৫ অক্টোবর হওয়ার কথা ছিল ভারত-পাকিস্তান ম্যাচ। কিন্তু নবরাত্রি শুরু হওয়ার কথা ১৫ অক্টোবর। ভেনু পরিবর্তন হবে না। কিন্তু নিরাপত্তাজনিত কারণে ওই ম্যাচ এক দিন এগিয়ে ১৪ অক্টোবর হতে পারে। বিসিসিআই সূত্র মারফত এই খবর জানা গিয়েছে। যদিও এখনও আইসিসি ও বিসিসিআইয়ের পক্ষ থেকে বিশ্বকাপের পরিবর্তিত সূচি ঘোষণা করা হয়নি। জানা গিয়েছে, পরিবর্তিত সূচি প্রায় তৈরি। সম্ভবত সেই সূচি খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। এ বার দেখার সিএবির আবেদনে ১২ নভেম্বরের ম্যাচের দিন পরিবর্তন হয় কিনা।