Sourav on Pakistan Team: এই পাকিস্তান টিমের ক্ষমতা নেই! কেন এমন বলছেন ভারতের প্রাক্তন অধিনায়ক?

ICC World Cup 2023, Sourav Ganguly: বহু ভারত-পাকিস্তান ম্যাচের সাক্ষী। বিশ্বকাপে তাঁর নেতৃত্বেও পাকিস্তান টিমকে হারিয়েছে ভারত। তবে তখন একটু হলেও প্রতিদ্বন্দ্বিতা ছিল। গত কয়েক বছর ধরে বেশির ভাগ ক্ষেত্রেই একপেশে জয় ভারতের। এ বারের বিশ্বকাপেও পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল। দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ভরসা রাখতে পারছেন না এই পাক টিমের ওপর। বিশ্বকাপের আগে ওডিআই ফরম্যাটে শীর্ষে ছিল পাকিস্তান।

Sourav on Pakistan Team: এই পাকিস্তান টিমের ক্ষমতা নেই! কেন এমন বলছেন ভারতের প্রাক্তন অধিনায়ক?
Image Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Oct 18, 2023 | 6:28 PM

নয়াদিল্লি: বহু ভারত-পাকিস্তান ম্যাচের সাক্ষী। বিশ্বকাপে তাঁর নেতৃত্বেও পাকিস্তান টিমকে হারিয়েছে ভারত। তবে তখন একটু হলেও প্রতিদ্বন্দ্বিতা ছিল। গত কয়েক বছর ধরে বেশির ভাগ ক্ষেত্রেই একপেশে জয় ভারতের। এ বারের বিশ্বকাপেও পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল। দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ভরসা রাখতে পারছেন না এই পাক টিমের ওপর। বিশ্বকাপের আগে ওডিআই ফরম্যাটে শীর্ষে ছিল পাকিস্তান। বিশ্বকাপে টানা দু-ম্যাচ জিতে ভালো জায়গাতেই ছিল। ভারতের কাছে হারে বড় ধাক্কা খেয়েছে। ওদের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন বলেই মনে করেন সৌরভ। আর কী বলছেন, ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখেও সেই পুরনো পাকিস্তান টিমের কথা। একটি চ্যানেলে সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘আমাদের সময়ে পাকিস্তান টিমটা পুরোপুরি অন্যরকম ছিল। এরকম পাকিস্তানের বিরুদ্ধে আমরা খেলতে অভ্যস্ত ছিলাম না। এই টিমটা ব্যাটিংয়ে চাপই নিতে পারে না। এই ব্যাটিং আক্রমণ নিয়ে বিশ্বকাপের মঞ্চে ঘুরে দাঁড়ানো কঠিন।’

রোহিতের নেতৃত্বে ভারতীয় দল দুর্দান্ত খেলছে। তাঁদের প্রশংসায় ভরিয়ে দেন সৌরভ। প্রাক্তন অধিনায়কের মতে, ‘পাকিস্তানের বিরুদ্ধে রোহিত দুর্দান্ত খেলেছে। ভারতীয় টিমের প্রতিটা বিভাগ দারুণ পারফর্ম করছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগই সঠিক সময়ে দুর্দান্ত হচ্ছে।’ আমেদাবাদে ভারতের বিরুদ্ধে ম্যাচের পর পাকিস্তান কোচ মিকি আর্থার মন্তব্য করেছিলেন, বিশ্বকাপকে ভারতীয় বোর্ডের ইভেন্ট বলে মনে হয়েছে তাঁর। ভারতীয় টিমের পারফরম্যান্সে সমর্থকরা এ ভাবেই আনন্দে মাতবেন, এটাই তো স্বাভাবিক!