ICC World Cup 2023: বিরাটের বার্তা, বিশ্বকাপে ‘বড় টিম’ বলে কিছু হয় না
ICC World Cup 2023, Virat Kohli: কেউ ভেবেছিল বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে দেবে আফগানিস্তান? ওয়ান ডে এবং টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তাদের হারিয়ে বিরাট ধাক্কা দিয়েছিল আফগানিস্তান। এখানেই শেষ নয়। গত কাল দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে নেদারল্যান্ডস। এ বারের বিশ্বকাপ ইতিমধ্যেই দুটো অঘটন দেখে ফেলেছে। হয়তো আরও অনেক বাকি রয়েছে! তথাকথিত বড় দলগুলিকে বিপর্যয়ের সামনে ফেলেছে।
পুনে: এ বারের বিশ্বকাপই শুরু হয়েছিল চমক দিয়ে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল গত বারের দুই ফাইনালিস্ট। বিশ্ব চ্যাম্পিয়ন বনাম রানার্সদের ম্যাচ ঘিরে উন্মাদনাও ছিল। ওয়ান ডে বিশ্বকাপে এ বারও ফেভারিট ইংল্যান্ড। তাদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারায় নিউজিল্যান্ড। এমন একটা একপেশে ম্যাচ দেখা যাবে, সেটা হয়তো কেউই প্রত্যাশা করেননি। এ বারের বিশ্বকাপে আরও অনেক অপ্রত্যাশিত ঘটনাই ঘটছে। সেই নিয়েই বিরাটের বার্তা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
কেউ ভেবেছিল বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে দেবে আফগানিস্তান? ওয়ান ডে এবং টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তাদের হারিয়ে বিরাট ধাক্কা দিয়েছিল আফগানিস্তান। এখানেই শেষ নয়। গত কাল দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে নেদারল্যান্ডস। এ বারের বিশ্বকাপ ইতিমধ্যেই দুটো অঘটন দেখে ফেলেছে। হয়তো আরও অনেক বাকি রয়েছে! তথাকথিত বড় দলগুলিকে বিপর্যয়ের সামনে ফেলেছে। প্রতি বিশ্বকাপেই এমন কিছু ম্যাচ দেখা যায়। যা ক্রিকেট বিশ্বকে মনে করিয়ে দেয়, এটা বিশ্বকাপ। কিংবদন্তি বিরাট কোহলিও সেই কথাই মনে করিয়ে দিলেন।
বিশ্বকাপে জোড়া ‘অঘটন’-এর কারণেই কি এমন বলছেন বিরাট কোহলি? বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলে বিরাট বলেন, ‘বিশ্বকাপের মঞ্চে বড় টিম বলে কিছু নেই। যখনই কেউ তথাকথিত বড় টিমের ওপর ফোকাস করে, অঘটন ঘটে।’ আগামী কাল ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। ২০০৭ সালে বাংলাদেশের কাছে হেরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল ভারত। কে না ছিলেন সেই টিমে। বিশ্ব ক্রিকেটের তারকা ব্যাটারদের বিরুদ্ধে অনবদ্য খেলেছিল বাংলাদেশ। বিশ্বকাপের অঘটনগুলির মধ্যে রয়েছে এই ম্যাচও। বিশ্বকাপে আরও একটা ভারত-বাংলাদেশ ম্যাচ। সে কারণেই সতর্ক ভারতীয় শিবির।