Prithvi Shaw: নতুন বিলাসবহুল পৃথিবী, এখন শাহরুখ খানের প্রতিবেশী পৃথ্বী শ

Apr 10, 2024 | 6:08 PM

পৃথ্বী শ ইন্সটাগ্রামে ছবি পোস্ট করে ঘোষণা করলেন বান্দ্রায় আলিশান অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি। পিতৃপুরুষের বাস ছিল খিদিরপুর। বহুদিন আগেই মুম্বইয়ে ঘাঁটি গেড়েছেন তাঁর পরিবার। অভাব ঠেলতে ঠেলতে সাফল্যের চূড়োয় না হোক, বান্দ্রা রিক্লেমেশনের বিলাসবহুল ফ্ল্যাটে পা নিশ্চিতভাবেই রেখেছেন পৃথ্বী।

Prithvi Shaw: নতুন বিলাসবহুল পৃথিবী, এখন শাহরুখ খানের প্রতিবেশী পৃথ্বী শ
Prithvi Shaw: নতুন বিলাসবহুল পৃথিবী, এখন শাহরুখ খানের প্রতিবেশী পৃথ্বী শ

Follow Us

কলকাতা: মুম্বইয়ের দর্শনীয় স্থান কী কী? যেখানেই যান না কেন? বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ড আপনাকে হাতছানি দেবেই। কেন জানেন? খোদ বলিউডের বাদশা থাকেন যে! মন্নতের ‘মন্নত’ পূরণ করতে গিয়ে হয়তো দেখলেন কাজলকে পাশে নিয়ে গাড়ি চালিয়ে চলে গেলেন অজয় দেবগন। বলা যায় না, রণবীর কাপূর-আলিয়া ভাটের সঙ্গে চোখাচোখি হয়ে যেতে পারে। এ হেন তারকা সম্বলিত বান্দ্রায় নাম লেখালেন আর এক তারকা। এঁকে অবশ্য রুপোলি পর্দায় দেখেন না, ২২ গজের বিস্ফোরক ব্যাটসম্যানের ঠিকানা এখন বান্দ্রা রিক্লেমেশন। চোটের কারণে গত বছর খেলতে পারেননি। সেই তিনি দিল্লির দিল যেমন জিতছেন, ভক্তদেরও চমক দিলেন। পৃথ্বী শ (Prithvi Shaw) ইন্সটাগ্রামে ছবি পোস্ট করে ঘোষণা করলেন বান্দ্রায় আলিশান অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি। পিতৃপুরুষের বাস ছিল খিদিরপুর। বহুদিন আগেই মুম্বইয়ে ঘাঁটি গেড়েছেন তাঁর পরিবার। অভাব ঠেলতে ঠেলতে সাফল্যের চূড়োয় না হোক, বান্দ্রা রিক্লেমেশনের বিলাসবহুল ফ্ল্যাটে পা নিশ্চিতভাবেই রেখেছেন পৃথ্বী।

মায়ানগরীর প্রাণকেন্দ্র বান্দ্রা। সেই বান্দ্রায় থাকার স্বপ্ন দেখেন অনেকেই। সকলের সেই স্বপ্নপূরণ হয় না। স্বপ্ন ছিল উড়ানের। এ বার বান্দ্রায় নিজের একটা বাড়ির সেই স্বপ্নপূরণ হয়েছে পৃথ্বী শর। ভারতীয় ক্রিকেটে বেশ পরিচিত নাম। দেশের জার্সিতে তিনি দীর্ঘদিন না খেললেও, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে খেলছেন। চোটের কারণে দীর্ঘদিন তিনিও বাইরে ছিলেন। তারপর চোট সারিয়ে রিহ্যাব পর্ব কাটান। বর্তমানে তিনি আইপিএলে ব্যস্ত। দিল্লি ক্যাপিটালসের হয়ে পৃথ্বী চলতি মরসুমে তিনটি ম্যাচে খেলেছেন। এ বার তিনি তাঁর অনুরাগীদের সঙ্গে একটি খুশির মুহূর্ত ভাগ করে নিলেন। বান্দ্রাতে একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন পৃথ্বী। কত দাম তার? রইল বিস্তারিত।

বান্দ্রাতে যে নতুন অ্যাপার্টমেন্ট কিনেছেন পৃথ্বী শ, তার দাম গত ৫ বছর আইপিএলে যে বেতন তিনি পেয়েছেন তার ঠিক কাছাকাছি। দিল্লি ক্যাপিটালসের ওপেনার পৃথ্বী শ-র মুম্বইয়ের বান্দ্রার নতুন অ্যাপার্টমেন্টের দাম ১০.৫ কোটি টাকা। তাঁর অ্যাপার্টমেন্ট রয়েছে ২,২০৯ স্কোয়ার ফুট। পৃথ্বীর 4BHK এই অ্যাপার্টমেন্ট থেকে সমুদ্র দেখতে পাওয়া যায়। আলিশান বাড়ির সুন্দর ইন্টেরিয়র ডিজাইন করিয়েছেন পৃথ্বী।

Next Article