কলকাতা: ধর্মের কল বাতাসে নড়ে… এই প্রবাদ বহু প্রচলিত। এর অর্থ সত্য কখনও গোপন থাকে না। ১৭তম আইপিএলের ঠিক আগে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) রোহিত শর্মার (Rohit Sharma) জায়গায় হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) টিমের ক্যাপ্টেন বানায়। তারপর থেকে কি মুম্বই ফ্র্যাঞ্চাইজির উপর একই টান রয়েছে রোহিত শর্মার? এটা জ্বলন্ত প্রশ্ন। উত্তর হয়তো হ্যাঁ। হার্দিক পান্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্স টিমের অধিনায়ক হওয়ার পর থেকে ঠোকাঠুকি লেগেই রয়েছে। এমআই শিবিরের অন্দরে সব ঠিক নেই। বার বার এই তত্ত্ব উঠে এসেছে। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে ২০২৫ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স টিমের হয়ে খেলবেন না রোহিত শর্মা। হিটম্যান নিজে এ কথা বলেননি। কিন্তু এই বিষয়ে আলোচনা থামছেই না। এ বার রোহিত-মুম্বই ইন্ডিয়ান্স ইসুতে ঘি ঢাললেন প্রাক্তন এমআই ক্রিকেটার অম্বাতি রায়ডু।
চলতি আইপিএলে ভারতের প্রাক্তন ক্রিকেটার অম্বাতি রায়ডু ধারাভাষ্যর সঙ্গে যুক্ত। আইপিএল থেকে গত বছর তিনি অবসর নেন। অতীতে রোহিত শর্মার নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স টিমের হয়েও খেলেছেন তিনি। এ বার আইপিএলের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসে অম্বাতি রায়ডু জানিয়েছেন, রোহিতকে একাধিক আইপিএল ফ্র্যাঞ্চাইজি ক্যাপ্টেন বানাতে ইচ্ছুক। তিনি বলেন, ‘সব আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো রোহিতকে নিতে চায়। ওকে ক্যাপ্টেন বানাতে চায়। ও ঠিক কোথায় যাবে বা যেতে চায় পুরোপুরি সেটা ওর সিদ্ধান্ত। আমি চাই ও এমন একটা টিমে যাক যেখানে ওর সঙ্গে এখানে (মুম্বই ইন্ডিয়ান্স) যেমন আচরণ করা হচ্ছে সেটা যেন না করা হয়।’
Ambati Rayudu 🎙️
“Every other franchise will want Rohit Sharma as captain and will treat him better than what Mumbai Indians did.”
Bro owned entire Mumbai Indians management with one statement. 🔥 pic.twitter.com/XqHFOJSzg1
— Selfless⁴⁵ (@SelflessCricket) April 10, 2024
এ বছর রয়েছে আইপিএলের মেগা নিলাম। সেই নিলামের আগে রোহিত শর্মাকে রিটেন করে রাখেবে মুম্বই ইন্ডিয়ান্স, এমনটাই আশা করা যায়। কিন্তু তিনি কি আর মুম্বইয়ে থাকার ইচ্ছে প্রকাশ করবেন? প্রশ্ন রয়েছে। উত্তর পাওয়া যাবে পরবর্তীতে।