Umesh Yadav’s Father Died: পিতৃহারা উমেশ যাদব, খনিতে কাজ করে ছেলেকে ক্রিকেটার তৈরি করেছিলেন

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Feb 23, 2023 | 3:27 PM

বাবাকে হারালেন ভারতীয় দলের পেসার উমেশ যাদব। ৭৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন উমেশের বাবা তিলক যাদব।

Umesh Yadavs Father Died: পিতৃহারা উমেশ যাদব, খনিতে কাজ করে ছেলেকে ক্রিকেটার তৈরি করেছিলেন
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) মাঝপথে ভারতীয় দলে খারাপ খবর। টিমের পেস বোলার উমেশ যাদবের (Umesh Yadav) বাবা তিকাল যাদবের প্রয়াণ ঘটেছে। বৃহস্পতিবার মাত্র ৭৪ বছর বয়সে উমেশের নাগপুরের খাপারখেড়ার বাড়িতে মৃত্যু হয়েছে তাঁর। বিগত কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন উমেশের বাবা (Umesh Yadav’s Father Death)। একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। তা সত্ত্বেও শারীরিক অবস্থার উন্নতি ঘটেনি। এরপর চিকিৎসকদের পরামর্শমতো বাড়িতে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার সকালে মৃত্যু হয়েছে খনি শ্রমিকের কাজ করে ছেলেকে আন্তর্জাতিক ক্রিকেটার তৈরি করা তিকাল যাদবের। বাবার মৃত্যুতে শোকে বিহ্বল উমেশ। বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের স্কোয়াডে রয়েছেন তিনি। বিস্তারিত আসছে TV9 Bangla-র এই প্রতিবেদনে।

আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা তিকাল যাদব যৌবনকালে কুস্তিগির ছিলেন। কুস্তিতে বেশ জনপ্রিয়তা অর্জন করেন। ওয়েস্টার্ন কোল ফিল্ডে চাকরির সুবাদে পরিবার নিয়ে মহারাষ্ট্রের নাগপুরের খাপারখেড়ার ভালনি খনি এলাকায় চলে আসেন। সেখানেই বড় হয়েছেন উমেশ ও তাঁর তিন ভাইবোন। পরিবার সামলে ছেলেকে আন্তর্জাতিক ক্রিকেটার তৈরি করতে বড় ভূমিকা রয়েছে একসময়ের কুস্তিগির তিকাল যাদবের। একটা সময় চাইতেন ছেলে বড় হয়ে সরকারি চাকরি করুক। উমেশ চেষ্টাও করেছিলেন, কিন্তু সফল হননি। উমেশের ক্রিকেটকে কেরিয়ার গড়ার সিদ্ধান্তের বিরুদ্ধে যাননি তিকাল। ছেলের স্বপ্নপূরণে যথাসাধ্য চেষ্টা করেছেন।

২০১০ সালে ভারতীয় দলের জিম্বাবোয়ে সফরে ওডিআই অভিষেক হয় উমেশের। বছর খানেক পরই টেস্ট ফরম্যাটে অভিষেক ঘটে তাঁর। ছেলেকে সফল আন্তর্জাতিক স্তরের ক্রিকেটার হিসেবে দেখে যেতে পেরেছেন তিকাল যাদব। আজই নাগপুরের কোলার নদীর ধারে উমেশ যাদবের বাবার শেষকৃত্য সম্পন্ন হবে।

Next Article