ICC World Cup 2023: বিশ্বকাপে হট ফেভারিট মেন ইন ব্লু! দেশ-বিদেশের ক্রিকেটারদের ভবিষ্যদ্বাণীতেও এগিয়ে ভারত
Team India: আজ ১ অক্টোবর। ঠিক দিন তিনেক পর ভারতের মাটিতে এ বারের ওডিআই বিশ্বকাপ শুরু হবে। এই ক্রিকেট বিশ্বকাপে অন্যতম ফেভারিট রোহিত শর্মার ভারত। দেশ-বিদেশের ক্রিকেটাররা বিশ্বকাপ শুরুর আগে যে ভবিষ্যদ্বাণী করছেন, তাতেও এগিয়ে ভারত।
নয়াদিল্লি: সালটা ১৯৮৩… কপিল দেবের নেতৃত্বাধীন ভারত বিশ্বকাপের (ICC World Cup) তৃতীয় সংস্করণে জিতে চমকে দিয়েছিল। এরপর শুধুই অপেক্ষা আর অপেক্ষা… দ্বিতীয় বিশ্বকাপ জিততে ভারতের লেগে যায় আরও ২৮টা বছর। ২০১১ সালে শেষ বার মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে বিশ্বকাপ আসে ভারতে। এরপর ফের ১২ বছরের অপেক্ষা… আজ ১ অক্টোবর। দেশের মাটিতে আর দিন তিনেক পর বিশ্বকাপ শুরু হবে। এ বারের বিশ্বকাপে বলা হচ্ছে আয়োজক ভারত হট ফেভারিট। আপনি-আমিই শুধু নয়, দেশ বিদেশের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের অনেকেই বলছেন ভারত তাঁদের চোখে ফাইনালিস্ট। সম্প্রতি বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলে বিশ্ব ক্রিকেটের অন্যতম তারকারা বিশ্বকাপের জন্য তাঁদের ফাইনালিস্ট বেছে নিয়েছেন। তাতেও এগিয়ে মেন ইন ব্লু। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
দেশ-বিদেশের ক্রিকেটারদের ভবিষ্যদ্বাণীতেও এগিয়ে ভারত…
- প্রোটিয়া কিংবদন্তি জ্যাক কালিসের চোখে এ বারের বিশ্বকাপের দুই ফাইনালিস্ট – ভারত ও ইংল্যান্ড। নিজের দেশের কথা বলেননি কালিস।
- ক্যারিবিয়ান সুপারস্টার ক্রিস গেইলের দেশ এ বারের বিশ্বকাপে নেই। তাঁর চোখে আসন্ন বিশ্বকাপের ২ ফাইনালিস্ট – ভারত ও পাকিস্তান।
- প্রোটিয়া প্রাক্তন তারকা ডেইল স্টেইনের চোখে আসন্ন ওডিআই বিশ্বকাপের ফাইনালিস্ট – ভারত ও ইংল্যান্ড। কালিসের মতো নিজের দেশের কথা বলেননি স্টেইন।
- অজি প্রাক্তন তারকা শেন ওয়াটসনের মতে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট হল – ভারত এবং অস্ট্রেলিয়া। ওয়াটসন অবশ্য ভারতের সঙ্গে নিজের দেশের কথাও বলেছেন।
- প্রোটিয়া সুপারস্টার ফাফ ডু’প্লেসির চোখে এ বারের বিশ্বকাপে ফাইনালিস্ট ভারত এবং অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ড।
- শ্রীলঙ্কান কিংবদন্তি মুথাইয়া মুরলীধরন নিজের দেশের কথা বলেননি। তাঁর মতে এ বারের বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ভারত ও পাকিস্তান।
- পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াকার ইউনিস নিজের দেশকে ফাইনালিস্ট হিসেবে দেখছেন না। তাঁর মতে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ভারত ও ইংল্যান্ড।
- ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরের মতে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট – ভারত ও অস্ট্রেলিয়া।
- ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানের মতে আসন্ন বিশ্বকাপের দুই ফাইনালিস্ট – ভারত ও দক্ষিণ আফ্রিকা।
- ভারতের ক্রিকেটার পীয়ুষ চাওলার মতে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট – ভারত ও ইংল্যান্ড।
- ভারতের তারকা ক্রিকেটার দীনেশ কার্তিকের মতে ওডিআই বিশ্বকাপের সম্ভাব্য ফাইনালিস্ট – ভারত ও পাকিস্তান।
- অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার অ্যারন ফিঞ্চের মতে শুধু বিশ্বকাপের ফাইনালিস্ট ভারত নয়। তাঁর মতে এ বারের বিশ্বকাপের ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।