চেন্নাই সুপার কিংস – ২১৬/৪
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ১৯৩/৩
নভি মুম্বই: কামব্যাক। বিরাটদের হারিয়ে আইপিএলে (IPL 2022) কামব্যাক ধোনিদের। নভি মুম্বইয়ে ফেভারিট হয়ে মাঠে নামলেও জয়ের হ্যাটট্রিক করে লিগ শীর্ষে উঠতে পারল না ফাফ ডু প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। বিরাটদের রানে হারিয়ে এ বারের লিগে প্রথম জয় তুলে নিলে রবীন্দ্র জাদেজার চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। নবীন-প্রবীন জুটিতে ভর করে ম্যাচ জিতল সিএসকে। প্রথম পয়েন্ট। ক্রিকেট মহল বলছে এবার জমবে মজা। চাই শুধু মুম্বই ইন্ডিয়ান্সের জয়। তাহলেই লিগ ওপেন। কে কাকে টেক্কা দিয়ে প্রথম চারে থাকবে সেই যুদ্ধ আরও জমজমটা হবে। প্রথম ব্যাটিং করে ২১৬ রান চেন্নাই সুপার কিংসের। পরবর্তী ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামবে চেন্নাই। রবিবার খেলা। প্রথম জয়ের আত্মবিশ্বাস সঙ্গে কিছুটা বিশ্রামের সুযোগ আরও ভয়ঙ্কর করে তুলতে পারে ইয়লো ব্রিগেডকে। তাই ক্রিকেট মহল বলছে সাবধান, চেন্নাই ইজ ব্যাক।
What a game this at the DY Patil Stadium.#CSK register their first win in #TATAIPL 2022
Scorecard – https://t.co/KYzdkMrSTA #CSKvRCB #TATAIPL pic.twitter.com/J8C8sZuxk1
— IndianPremierLeague (@IPL) April 12, 2022
ম্যাচে চেন্নাই সুপার কিংস যে এই রকম দাপট দেখাতা পারে সেটা শুরুতে বোঝা যায়নি। স্কোর বোর্ডে ৪০ রান ওঠার আগেই জোড়া উইকেট হিসেবে ঋতুরাজ ও মঈনের উইকেট হারাল চেন্নাই। ধীর গতিতে খেলছেন ওপেনার রবিন উথাপ্পা ও মিডল অর্ডার ব্যাটার শিবম দুবে। ম্যাচ তখন যে ভাবে এগোচ্ছে তাতে চেন্নাই সমর্থকরা ভাবছিলেন ১৫০ রান রান উঠলেও অনেক। ২০ ওভার শেষে যখন স্কোর বোর্ডে কেউ ২১৬ দেখবেন তিনি চমকে যাবেন। কারণ ছক্কার ঝড়। ১২-১৩ ওভার থেকে সেই ঝড় তুললেন রবিন উথাপ্পা ও শিবম দুবে। এ বলে আমায় দেখ তো ও বলে আমায়। পেসার, স্পিনার কেউ বাদ নেই মার খেতে। ৫০ বলে ৮৮ রান করে আউট হলেন রবিন উথাপ্পা। শিবম শেষ বল পর্যন্ত থাকলেন। সেঞ্চুরির সুযোগটা তৈরি করেও পারলেন না। ৪৬ বলে অপরাজিত ৯৫। রবিন বা শিবম সেঞ্চুরি না পেলেও চেন্নাই সুপার কিংস ডবল সেঞ্চুরি পার করে ফেলল। মোট ১৭টি ছয় মারলেন দুজনে মিলে।
২১৭ রান করে ম্যাচ জিততে হলে শুরু থেকেই প্রতিপক্ষকে দুমরে দিতে হবে। কিন্তু ফাফ ডু প্লেসির দলের ক্ষেত্রে উল্টোটাই হল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকেই ব্যাটফুটে ঠেলে দিল চেন্নাই সুপার কিংস। প্রথমে ফাফ, তারপর বিরাট, তারপর অনুজ, তারপর ম্যাক্সওলে, আরসিবির ব্যাটিংটাই ভেঙে পরল ৭ ওভারের মধ্যে। বাংলার শাহাবাজ পাল্টা দেওয়ার লড়াইটা শুরু করলেন প্রথম ম্যাচ খেলতে নামা প্রভুদেশাইকে সঙ্গে নিয়ে। সেই চেষ্টাও ব্যর্থ। প্রভু ৩৪ রানে ফিরলেন প্যাভেলিয়ান। মাঠে এলেন কার্তিক। শাহাবাজ-কার্তিক জুটিকে সঙ্গে দেখে অনেকের মনে পরে যাচ্ছিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচের কথা। কিন্তু এ বার লক্ষ্যটা যে অনেক বড়। ৪১ রানে শাহাবাজ ও ৩৪ রানে কার্তিক ফিরতেই সব আশা শেষ। এ বারের লিগে চেন্নাই সুপার কিংসের প্রথম জয়ের রাস্তাটা পরিস্কার।
আরও পড়ুন : IPL 2022: ব্যাটে নয়, নাচে সুপার হিট ডেভিড ওয়ার্নার