MS Dhoni: মাথায় হাত সিএসকের! হাঁটুতে চোট ধোনির, ২ সপ্তাহ মাঠের বাইরে আরও এক

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 13, 2023 | 12:45 PM

CSK, IPL 2023: চিপকে বুধ-রাতে রাজস্থান রয়্যালসের কাছে ৩ রানে হেরেছে ধোনির চেন্নাই সুপার কিংস।

MS Dhoni: মাথায় হাত সিএসকের! হাঁটুতে চোট ধোনির, ২ সপ্তাহ মাঠের বাইরে আরও এক
মাথায় হাত সিএসকের! হাঁটুতে চোট ধোনির, ২ সপ্তাহ মাঠের বাইরে আরও এক
Image Credit source: IPL Website

Follow Us

চেন্নাই: বুড়ো হাড়ে এখনও ভেল্কি দেখাচ্ছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। চিপকে বুধ-রাতে যদিও ধোনির স্টাইলে ম্যাচ ফিনিশ হয়নি। শেষ ওভারে মাহি যখন পর পর দু’টো লম্বা ছক্কা হাঁকান তখনও সকলেই ভেবেছিল ম্যাচ বের করে নিয়ে যাবে ‘থালা’-র দল। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ঘরের মাঠে শেষ বলে সিএসকের জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রান। ক্রিজে ধোনি, সঙ্গী রবীন্দ্র জাডেজা। ধোনির ব্যাটে একটা ছয় আসলেই ম্যাচ হত ইয়েলোব্রিগেডের। কিন্তু মাহি পারেননি। ৩ রানে ম্যাচ হারে চেন্নাই। যা দেখে রীতীমতো হতাশ চিপকের হাউসফুল গ্যালারি থেকে লাখো লাখো চেন্নাইয়ের সমর্থক ও মাহি ভক্তরা। ম্যাচের শেষে সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং জানান, হাঁটুর চোটে ভুগছেন ধোনি। এরপর থেকেই ধোনিকে নিয়ে আশঙ্কায় তাঁর অনুরাগীরা। সিএসকে (CSK) কোচ একইসঙ্গে জানান দলের অপর এক তারকাকে ১৬তম আইপিএলের (IPL 2023) আগামী দু’সপ্তাহ পাওয়া যাবে না। চোটের কারণে কাকে সপ্তাহ দু’য়েক মাঠের বাইরে থাকতে হবে? বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

সিএসকে কোচ ফ্লেমিং জানান, হাঁটুতে চোট নিয়েই ১৬তম আইপিএলে খেলছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। যে চোট মাঝে মধ্যেই ভোগাচ্ছে ধোনিকে। বুধবার রাজস্থান রয়্যালসের কাছে ৩ রানে হারের পর ফ্লেমিং বলেন, ‘ধোনির হাঁটুতে চোট রয়েছে। ওর চিকিৎসা চলছে। কিন্তু ও চোট নিয়েই খেলে যাচ্ছে। এই চোটের ফলে ওর নড়াচড়ায় প্রভাব পড়ছে। ওর যে কারণে কিছুটা সমস্যা হচ্ছে। ও কিন্তু যে কোনও পেশাদারের মতোই ফিট। এ বারের আইপিএল শুরু হওয়ার অনেক আগেই ধোনি প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছিল। ও রাঁচিতে নেট প্র্যাক্টিসও করেছে। কিন্তু ওর মূল প্রাক-মরসুম প্রস্তুতি শুরু হয় চেন্নাইয়ে আসার এক মাস আগে থেকেই। ও ম্যাচ খেলার মতো প্রয়োজনীয় ফিটনেস ফিরে পাওয়ার জন্য নিজের মতো করে প্রস্তুতি নেয়। ও এখনও খুব ভালো পারফর্ম করছে। ও নিজেকে যেভাবে তৈরি রাখে, তাতে সবসময়ই আত্মবিশ্বাসী থাকে। ও যে কোনও মুহূর্তের জন্য সব সময় তৈরি থাকে।’

ধোনির চোট সিএসকের চিন্তার কারণ হয়ে দাঁড়াল। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার পেসার সিসান্দা মাগালার চোটের ব্যাপারেও জানিয়েছেন ফ্লেমিং। তিনি বলেন, ‘আমাদের দলের আরও একজন ক্রিকেটার চোট পেয়েছে। পরপর দু’জন চোট পেল। আমাদের দলে ক্রিকেটারের সংখ্যা ধীরে ধীরে কমে আসছে। তাই আর কেউ যাতে চোট না পায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। মাগালা হাতে চোট পেয়েছে। যার ফলে ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নিজের শেষ ২ ওভারে বোলিং করতেও পারেনি। এর আগের ম্যাচে দীপক চাহারের সঙ্গেও একইরকম ঘটনা ঘটেছিল। ফলে আমাদের দলে ফিট খেলোয়াড়ের সংখ্যা কমে গিয়েছে। তবে এমনটা নয় যে শুধু আমাদের দলের ক্রিকেটাররাই চোট পেয়েছে। অন্য দলগুলির ক্রিকেটাররাও চোট পেয়েছে। ২ সপ্তাহের জন্য আইপিএল থেকে ছিটকে গেল মাগালা।’ উল্লেখ্য, সিএসকের পরবর্তী ম্যাচ ১৭ এপ্রিল, প্রতিপক্ষ আরসিবি।

Next Article
Dirk Nannes: অলিম্পিয়ান, ক্রিকেটার! আইপিএলেও দাপট দেখিয়েছিলেন; এই বোলারকে মনে আছে?
Sanju Samson: ধোনির চেন্নাইকে হারিয়েও অস্বস্তি, রানহীন সঞ্জুর বিরাট জরিমানা কেন?