ICC World Cup: বিশ্বকাপের ম্যাচে নিজের ‘সামনে’ বিরাট, যা বলছেন কিং কোহলি…

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 10, 2023 | 2:45 AM

ICC World Cup 2023, Virat Kohli Pavilion: রাহুলকে এ সব বলতে বলতে কোহলি যেন ফিরে গেলেন কৈশোরে। চোখের সামনে যেন মুহূর্তগুলো ছবির মতো ভেসে উঠছিল। আরও বলেন, 'দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আবারও খেলার সুযোগ, আমার কাছে বিশেষ মুহূর্ত হয়ে উঠতে চলেছে। তবে নিজের নামাঙ্কিত প্যাভিলিয়নের সামনে খেলব, এমন দিন যে আমার কেরিয়ারে আসতে পারে, তা কোনও দিনই ভাবিনি। আমি এই মাঠের কাছে চির ঋণী।'

ICC World Cup: বিশ্বকাপের ম্যাচে নিজের সামনে বিরাট, যা বলছেন কিং কোহলি...
Image Credit source: AFP, X

Follow Us

কলকাতা: ক্রিকেটারদের নামে প্যাভিলিয়ন কিংবা স্ট্যান্ড নতুন নয়। ওয়েস্ট ইন্ডিজের দু-বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন ড্যারেন সামির নামে একটা স্টেডিয়ামও আছে। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই অবসরের পর এমনটা দেখা যায়। নিজের নামাঙ্কিত প্যাভিলিয়নের সামনে খেলার সুযোগ! বিরাট কোহলির ক্ষেত্রে এমনটাই হয়েছে। আইপিএলে খেলেছেন, টেস্ট ক্রিকেটেও। কিন্তু নিজের শহর এবং নিজের নামাঙ্কিত প্যাভিলিয়নের সামনে বিশ্বকাপের ম্যাচ! এ যেন ভাবতেই পারছেন না বিরাট কোহলি। অনুভূতিটা কেমন হচ্ছে বা হতে পারে! খোলসা করলেন বিরাট কোহলি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আগামী কাল তেইশের বিশ্বকাপে ভারতের দ্বিতীয় ম্যাচ। প্রতিপক্ষ আফগানিস্তান। চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। এ বার রাজধানীতে জয়ের ধারা বজায় রাখার পালা। আলোচনার কেন্দ্রে কিং কোহলি। চেন্নাইয়ে বিরাটের ব্যাটে শাপমুক্তি হয়েছে। এ বার নিজের শহরে বিশ্বকাপের ম্যাচ খেলবেন। তাও আবার নিজের নামাঙ্কিত প্যাভিলিয়নের সামনে। চিপকে ৮৫ রানের অনবদ্য ইনিংস খেলেছেন। দিল্লিতে দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা ম্যাচটিতে রানের বন্যা হয়েছে। তা হলে কি নিজের ‘সামনে’ আরও একটা বিধ্বংসী ইনিংস দেখা যেতে পারে কোহলির ব্যাটে?

বোর্ডের ভিডিয়োতে লোকেশ রাহুলের সঙ্গে আলাপচারিতায় নানা প্রসঙ্গই উঠে আসে। দিল্লি চ্যাপ্টারই বা বাদ থাকে কেন! বিরাটের প্রথম প্রতিক্রিয়া, ‘বিষয়টা সত্যিই অদ্ভূত। নিজের নামাঙ্কিত প্য়াভিলিয়নের সামনে খেলব!’ এটা যে তাঁর কাছে বিশেষ মুহূর্ত হয়ে উঠতে চলেছে, বলছেন বিরাট। রাহুলকে বলেন, ‘এই স্টেডিয়ামে বয়সভিত্তিক ক্রিকেট, রঞ্জি ট্রফি এবং দেশের হয়েও খেলেছি। ক্রিকেটার হিসেবে বেড়ে ওঠা এই মাঠেই। সেই স্মৃতিগুলো আরও টাটকা হয়ে উঠছে। মাঠে নামলে এখনও পুরনো মুহূর্তগুলো মনে পড়ে। এই জায়গাতেই নির্বাচকরা প্রথম দেখেছিল, আর সুযোগ এসেছিল।’

রাহুলকে এ সব বলতে বলতে কোহলি যেন ফিরে গেলেন কৈশোরে। চোখের সামনে যেন মুহূর্তগুলো ছবির মতো ভেসে উঠছিল। আরও বলেন, ‘দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আবারও খেলার সুযোগ, আমার কাছে বিশেষ মুহূর্ত হয়ে উঠতে চলেছে। তবে নিজের নামাঙ্কিত প্যাভিলিয়নের সামনে খেলব, এমন দিন যে আমার কেরিয়ারে আসতে পারে, তা কোনও দিনই ভাবিনি। আমি এই মাঠের কাছে চির ঋণী।’

Next Article