আমেদাবাদ: ভারত-পাকিস্তান ম্যাচ চরম উত্তেজক হয়ে উঠতে চলেছে। বিশ্বকাপে দুরন্ত ফর্মে পাকিস্তান আর চমৎকার ভারসাম্য তুলে ধরেছে ভারত। এই দুই টিমের টক্কর দেখার জন্য সারা ক্রিকেট দুনিয়া ঝাঁপিয়ে পড়তে চলেছে শনিবার। কিন্তু তার আগে বিতর্কও যে ডানা মেলতে শুরু করেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৪৫ তাড়া করে ম্যাচ জিতে অবাক করে দিয়েছে পাকিস্তান। বিশ্বকাপে যা ইতিহাস। ওই ম্যাচে সেঞ্চুরি করে নট আউট থেকে গিয়েছেন পাক কিপার মহম্মদ রিজওয়ান। তাঁর এই সেঞ্চুরি উৎসর্গ করেছেন গাজার ভাই-বোনদের। এই নিয়ে বিতর্ক কেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ম্যাচ জেতার পর রিজওয়ান এক্সে লিখেছেন, ‘এই সেঞ্চুরিটা গাজায় আমাদের ভাই-বোনদের জন্য। এই রকম জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে। পুরো টিমকেই কৃতিত্ব দিতে হবে। আবদুল্লাহ শফিক, হাসান আলি কাজটা সহজ করেছে। হায়দরাবাদের মানুষ, যাঁরা আমাদের শুরু থেকে সমর্থন করে গিয়েছেন, তাঁদেরও অনেক ধন্যবাদ।’
গাজার ভাই-বোনদের রিজওয়ানের এই ‘উপহার’ পাকিস্তান উচ্ছ্বসিত। কিন্তু ভারতে এ নিয়ে চরম বিতর্ক। ভারতীয় ক্রিকেট ভক্তরা প্রশ্ন তুলে দিয়েছেন রিজওয়ানের উপহার নিয়ে। আইসিসি কোনও ভাবেই ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে মেশাতে চায় না। ভারতের প্রাক্তন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি তাঁর কিপিং গ্লাভসে সেনা বলিদান লোগো লাগিয়েছিলেন। যার মধ্যে আইসিসি রাজনীতির ছোঁয়া খুঁজে পেয়েছিল। ধোনিকে ওই লোগো বাদ দিতে হয়েছিল। রিজওয়ান একই কাজ করেছেন। তা হলে তাঁকেও কেন সতর্ক করা হবে না? এক্সে একজন লিখেছেন, ‘ধোনিকে গ্লাভস থেকে আর্মি বলিদান লোগো বাদ দিতে হয়েছিল। রিজওয়ান সেখানে সেঞ্চুরি করে প্যালেস্টাইনের মানুষদের উৎসর্গ করলেন? এটা কি মেনে নেওয়া যায়? আর একজন বলছেন, ‘ধোনির কিপিং গ্লাভসে যদি আর্মি লোগো না লাগানো যায়, তা হলে রিজওয়ান কি করে রাজনৈতিক মন্তব্য করেন?’
This was for our brothers and sisters in Gaza. 🤲🏼
Happy to contribute in the win. Credits to the whole team and especially Abdullah Shafique and Hassan Ali for making it easier.
Extremely grateful to the people of Hyderabad for the amazing hospitality and support throughout.
— Muhammad Rizwan (@iMRizwanPak) October 11, 2023
রিজওয়ানকে কাঠগড়ায় দাঁড় করানো হলেও কিন্তু বিশেষ কিছু বলা যাবে না। কারণ তিনি মাঠের বাইরে এই মন্তব্য করেছেন। তাই আইসিসি এ নিয়ে কোনও পদক্ষেপ নিতে পারবে না। তাতেও বিতর্ক যে থামবে না, বলার অপেক্ষা রাখে না।