ICC World Cup: জয়ের পরই রোহিতের মুখে কম্বিনেশন বদলের কথা!

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 09, 2023 | 2:42 AM

India vs Australia, Rohit Sharma: বিরাট কোহলির দুর্দান্ত ক্যাচ, শর্ট এক্সট্রা কভারে ফিল্ডিং, শ্রেয়সের একটা ক্যাচ, প্রশংসনীয় ফিল্ডিং। কিন্তু ব্যাটিংয়ে ২ রানে তিন উইকেট হারিয়ে দলে যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল, স্বীকার করতে দ্বিধা নেই। রোহিত বলেন, 'আমি নিজেও নার্ভাস হয়ে পড়েছিলাম। রান তাড়ায় এমন শুরু কেউই প্রত্যাশা করে না। তবে বিরাট কোহলি এবং রাহুলকে স্যালুট, ওরা যে ভাবে ক্রিজে পড়ে থেকে ম্যাচ উইনিং জুটি গড়েছে, কোনও প্রশংসায় যথেষ্ঠ নয়।'

ICC World Cup: জয়ের পরই রোহিতের মুখে কম্বিনেশন বদলের কথা!
Image Credit source: PTI

Follow Us

চেন্নাই: বিশ্বকাপ কি অঘটনে শুরু হতে চলেছে? ভারতীয় টিমের শুরুর ব্যাটিং বিপর্যয়ে এমন প্রশ্নই সামনে এসেছে। ম্যাচের আগে দু-দিন ধরে কোচ রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মা রাখঢাক করেছেন। শুভমন গিল যে খেলতে পারবেন না, তাঁরা কি জানতেন না? কিন্তু বারবার বলে এসেছেন, শুভমন সুস্থ, ম্যাচের আগে সিদ্ধান্ত নেওয়া হবে, ও ছিটকে যায়নি। বাস্তব বলছিল শুভমনকে পাওয়া যাবে না। মাঠে নামার আগেই ওপেনিং জুটি নিয়ে ব্যাকফুটে ছিল টিম ইন্ডিয়া। ঈশান কিষাণকে গত কয়েক সিরিজ এবং এশিয়া কাপে কখনও ওপেনিং, কখনও মিডল অর্ডারে খেলানো হয়েছে। বিশ্বকাপ অভিষেক দু-স্বপ্নের হল ঈশানের। ম্যাচ শেষে রোহিতও জানালেন, কম্বিনেশন বদলের কথা। কী বলছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বোলিং, ফিল্ডিংয়ে এত সুন্দর পারফরম্য়ান্স। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষকে মাত্র ১৯৯ রানে অলআউট করা। এই ম্যাচ পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণেই ছিল। তাল কাটল ব্যাটিংয়ে। ইনিংসের চতুর্থ ডেলিভারিতে স্ট্রাইক পেয়েই শরীরের অনেকটা বাইরের বল ড্রাইভ করলেন। স্লিপে সহজ ক্য়াচ। গোল্ডেন ডাক ঈশান। রোহিত শর্মা ১০ মিনিট ক্রিজে ছিলেন। ৬ বলে তাঁর ঝুলিও খালি। চারে নামা শ্রেয়স আইয়ার তিন বল খেলেই ডাগআউটে। মাত্র ২ রানে ৩ উইকেট! ম্যাচ শেষে অধিনায়ক রোহিত বলেন, ‘আমাদের বিভিন্ন ভেনুতে খেলতে হবে। পিচ, পরিস্থিতি সবই আলাদা হবে। আমাদের কম্বিনেশনও বদল করতে হবে। সে ভাবেই প্রস্তুত হয়েছি।’

ইনিংসের শুরুতে তিন শূন্যর একটি রোহিতের ব্যাটেই। দল জিততেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। রোহিতের মুখে বিশেষ প্রশংসা টিমের ফিল্ডিং নিয়ে। কষ্টার্জিত জয়ে তাঁর কাছে ইতিবাচক দিক এটাই। বিরাট কোহলির দুর্দান্ত ক্যাচ, শর্ট এক্সট্রা কভারে ফিল্ডিং, শ্রেয়সের একটা ক্যাচ, প্রশংসনীয় ফিল্ডিং। কিন্তু ব্যাটিংয়ে ২ রানে তিন উইকেট হারিয়ে দলে যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল, স্বীকার করতে দ্বিধা নেই।

রোহিত আরও বলেন, ‘আমি নিজেও নার্ভাস হয়ে পড়েছিলাম। রান তাড়ায় এমন শুরু কেউই প্রত্যাশা করে না। অস্ট্রেলিয়াকে কৃতিত্ব দিতেই হবে। আমরাও ভুল শট খেলেছি। তবে বিরাট কোহলি এবং রাহুলকে স্যালুট, ওরা যে ভাবে ক্রিজে পড়ে থেকে ম্যাচ উইনিং জুটি গড়েছে, কোনও প্রশংসায় যথেষ্ঠ নয়।’

Next Article