দেশের মাটিতে বিশ্বকাপ। ১৯৯৬ সালের পর ফের ইডেনে হতে চলেছে ওডিআই বিশ্বকাপ সেমিফাইনাল। এ ছাড়াও আরও চারটি ম্যাচ থাকছে। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচও আয়োজন করবে বাংলা ক্রিকেট সংস্থা। অনেকের মধ্যেই আপশোস ভারত-পাকিস্তান মহারণ ইডেনে হচ্ছে না। তবে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচও আকর্ষণীয় হতে পারে। সঙ্গে আরও নানা ম্যাচ থাকছে। বিশ্বকাপ আয়োজন নিয়ে নানা বিষয়েই জানালেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
উৎসবের মরসুমে বিশ্বকাপ। ইডেনে টিকিটের দাম কেমন হতে পারে? সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলছেন, ‘টিকিটের মূল্য যাতে সকলের সাধ্যের মধ্যে থাকে এই বিষয়টিতে গুরুত্ব দেব। সিএবি-র অ্যাপেক্স কাউন্সিলে এটা নিয়ে আলোচনা করা হবে। আমরা চাই, প্রচুর সংখ্যক ক্রিকেটপ্রেমী মাঠে আসুক।’
ভারত এবং পাকিস্তান সেমিফাইনালে উঠলে এবং এই দু-দল শেষ চারে মুখোমুখি হলে সেই ম্যাচ ইডেনে হতে পারে। তার কারণ নিরাপত্তা। পাকিস্তান দল ইডেনে খেলতে স্বচ্ছন্দ। তার আগেও পাকিস্তানের ম্যাচ রয়েছে ইডেনে। এ বারও নিরাপত্তায় কোনও ফাঁক থাকবে না, ভরসা সিএবি প্রেসিডেন্টের। স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, ‘আগেও আমরা পাকিস্তানের ম্যাচ আয়োজন করেছি। নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা হয়নি। আমাদের কাছে পাকিস্তান ম্যাচ আয়োজন নতুন নয়। আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। স্টেডিয়াম এবং পরিকাঠামো যাতে বিশ্ব মানের হয়, সেই প্রস্ততিতে কোনও ফাঁক থাকবে না।’
এর আগে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছে ইডেন গার্ডেন্সে। ফলে এ বারের বিশ্বকাপ সেমিফাইনালে ইডেনে ভারত-পাক হলে সোনায় সোহাগা। সিএবি সভাপতি বলছেন, ‘তাহলে দারুণ ব্যাপার হবে। যদি সেটা হয়, আমরা ম্যাচ আয়োজনে প্রস্তুত। যত হাইভোল্টেজ ম্যাচই দেওয়া হোক, আমরা তৈরি থাকি। কলকাতায় নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা হবে না। কলকাতা পুলিশ বরাবর আমাদের পাশে থেকেছে। শুধু তাই নয়, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ণ সমর্থন রয়েছে।’