SRH, IPL 2024: কামিন্স আসতেই স্টেইনের প্রয়োজন ফুরোল অরেঞ্জ আর্মির!

Mar 02, 2024 | 5:54 PM

আইপিএল নিলামে ২০.৫ কোটিতে অজি অধিনায়ককে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। তাঁকে নেওয়ার পর থেকেই ক্রিকেট মহলে অনেকেই বলছেন এ বার হায়দরাবাদে নতুন সূর্য উঠবে। সেই পথেই কি হাঁটছে অরেঞ্জ আর্মি। এক ক্রীড়া ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, ডেল স্টেইন এ বারের আইপিএলে হায়দরাবাদের বোলিং কোচ থাকছেন না। কামিন্সের জন্যই কি অরেঞ্জ আর্মি ছাড়লেন স্টেইন?

SRH, IPL 2024: কামিন্স আসতেই স্টেইনের প্রয়োজন ফুরোল অরেঞ্জ আর্মির!
SRH, IPL 2024: কামিন্স আসতেই স্টেইনের প্রয়োজন ফুরোল অরেঞ্জ আর্মির!

Follow Us

কলকাতা: ক্রিকেটের নন্দনকাননে এ বারের আইপিএল (IPL) সফর শুরু করবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। ২৩ মার্চ অরেঞ্জ আর্মিকে হয়তো নেতৃত্ব দেবেন এক প্রাক্তন নাইট তারকা। তিনি প্যাট কামিন্স (Pat Cummins)। এতদিন বেগুনি জার্সিতে আইপিএলে আগুন ঝরাতেন। এ বারের আইপিএলে তিনি জ্বলজ্বল করবেন অরেঞ্জ জার্সিতে। মরুশহরে হওয়া আইপিএল ২০২৪ এর নিলামে বিশ্বজয়ী অধিনায়ক প্যাট কামিন্সের জন্য একাধিক ফ্র্যাঞ্চাইজির হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। শেষ অবধি ২০.৫ কোটিতে অজি অধিনায়ককে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। তাঁকে নেওয়ার পর থেকেই ক্রিকেট মহলে অনেকেই বলছেন এ বার হায়দরাবাদে নতুন সূর্য উঠবে। সেই পথেই কি হাঁটছে অরেঞ্জ আর্মি। এক ক্রীড়া ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, ডেল স্টেইন (Dale Steyn) এ বারের আইপিএলে হায়দরাবাদের বোলিং কোচ থাকছেন না। কামিন্সের জন্যই কি অরেঞ্জ আর্মি ছাড়ছেন স্টেইন?

আইপিএল শুরু হওয়ার অপেক্ষায় দিন গুনতে শুরু করে দিয়েছেন ক্রিকেট প্রেমীরা। ক্রিকবাজের খবর অনুযায়ী, এ বারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচের দায়িত্বে দেখা যাবে না ডেল স্টেইনকে। শোনা গিয়েছে প্রোটিয়া পেসার ডেল স্টেইন এ বছর আইপিএলের দায়িত্ব থেকে ছুটি চেয়েছেন। সম্ভবত তিনি পরবর্তী মরসুমে আবার নিজামের শহরের টিমের সঙ্গে যোগ দেবেন। এ তো গেল সামনে আসা খবর। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে হায়দরাবাদ শিবিরের অন্দরে সবকিছু ঠিক আছে তো? এমনটা হতেও পারে প্যাট কামিন্সের মতো অভিজ্ঞ বোলার টিমে আসার ফলে স্টেইনের গুরুত্ব কমে গিয়েছে!

ডেল স্টেইনের সানরাইজার্স শিবির থেকে ছুটি চাওয়ার পাশাপাশি শোনা যাচ্ছে এ বার অধিনায়কও বদলে যেতে পারে হায়দরাবাদের। প্রোটিয়া তারকা এইডেন মার্কব়্যামের নেতৃত্বে শেষ দুটো আইপিএলে খেলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। তাতে নজরকাড়া পারফর্ম্যান্স হয়নি নিজামের শহরের দলের। তাই আইপিএলের নিলামে কামিন্সকে বিপুল টাকা খরচ করে হায়দরাবাদ নেওয়ার পর থেকেই বলা হচ্ছিল তিনিই হবেন টিমের নতুন নেতা। অবশ্য মার্কব়্যামের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগের প্রথম ২টো মরসুমে জিতেছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। তাই আইপিএলে আবারও এক বার তাঁর উপর ভরসা রাখতেও পারে হায়দরাবাদ।

Next Article