David Warner: গলায় ঝুলছে পাতিলেবু, পরনে শাড়ি! ম্যাচ জিতে কী অবস্থা ওয়ার্নারের?

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Apr 21, 2023 | 11:56 PM

Delhi Capitals, IPL 2023: চলতি আইপিএলে প্রথম ম্যাচ জেতার পর ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার (David Warner) বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন তা বোঝাই গিয়েছে।

David Warner: গলায় ঝুলছে পাতিলেবু, পরনে শাড়ি! ম্যাচ জিতে কী অবস্থা ওয়ার্নারের?
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: প্রবল দাবদাহের পর বৃষ্টি নামলে কেমন অনুভূতি হয়? দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) টিমের অধিনায়ক ডেভিড ওয়ার্নার ভালো বলতে পারবেন। পাঁচ ম্যাচের অপেক্ষার পর প্রথম জয়। কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিল্লি ক্যাপিটালস শিবিরের গুমোট ভাব কেটে গিয়েছে অনেকটাই (IPL 2023)। দলের প্রচুর খামতি। তবুও তো জয়। চলতি আইপিএলে প্রথম ম্যাচ জেতার পর ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার (David Warner) বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন তা বোঝাই গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সক্রিয় ওয়ার্নার। কেকেআর-বধের পরদিনই ওয়ার্নারের ইনস্টাগ্রামে দেখা গেল অদ্ভুত এক ছবি। পরনে শাড়ি, মাথায় লাল রঙ, গলায় কমলালেবু। এ কোন ওয়ার্নার? দেখেই চমকে গেলেন নেটিজেনরা। প্রথম ম্যাচ জিতে একী হাল তাঁর? বিস্তারিত রইল TV9 Bangla Sportsএর এই প্রতিবেদনে।

ভারতীয় সিনেমার প্রতি ওয়ার্নারের আকর্ষণ নতুন নয়। আল্লু আর্জুনের পুষ্পা সিনেমার তাঁর ফেভারিট। বলিউডি, দক্ষিণী সিনেমায় নেচে, গেয়ে ইনস্টাগ্রাম মাতিয়ে দেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার। আইপিএলের জন্য দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিতে আসেন ফিল্মি স্টাইলে। তাঁর মুখে শোনা গিয়েছিল আল্লু আর্জুনের পুষ্পা সিনেমার ট্রেডমার্ক ডায়লগ ও ভঙ্গি। হিন্দিতে বললেন, ‘ম্যায় আ গয়া।’ সম্প্রতি পুষ্পা ২ সিনেমার পোস্টার রিলিজ হয়েছে। দক্ষিণী সিনেমার এই ডেডিকেটেড ফ্যান সিনেমার পোস্টারে আল্লুর মুখের জায়গায় নিজেকে বসিয়ে দিয়েছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ব্যাপক হইচই।

Next Article