অ্যাডিলেড: ডেভিড ওয়ার্নারকে (David Warner) নিয়ে কোনও সংশয় নেই। অ্যাসেজের (Ashes Series) দ্বিতীয় টেস্টে তিনি খেলছেন। ব্রিসবেনে প্রথম টেস্টে বেন স্টোকসের বাউন্সার পাঁজরে লেগেছিল তাঁর। তখন থেকেই দ্বিতীয় টেস্ট খেলা নিয়ে সংশয় তৈরি হয়। মঙ্গলবারও নেটে কিছুটা অস্বস্তিতে দেখিয়েছিল। বিশেষ করে শর্টপিচ বলের ক্ষেত্রে। কিন্তু ক্যাপ্টেন প্যাট কামিন্স অ্যাডিলেড টেস্টের জন্য যে প্রথম একাদশ ঘোষণা করেছেন, তাতে রয়েছেন ওয়ার্নার। বদল শুধু একটাই। চোটের কারণে টিম থেকে বাদ পড়েছেন জস হ্যাজেলউড। তাঁর পরিবর্তে টিমে এসেছেন ঝাই রিচার্ডসন (Jhye Richardson)।
কামিন্স বলেছেন, ‘মঙ্গলবার নেট সেশনের সময় ও কিছুটা অস্বস্তি বোধ করছিল। সমস্যা হচ্ছিল ওর। কিন্তু খুব ভালো করে জানতাম, ওয়ার্নার এই টেস্টটা কিছুতেই মিস করতে চাইবে না। ও এখন ভালো আছে। তা ছাড়া নেটে ব্যাট করা এক জিনিস। আর ভরা গ্যালারির সামনে ব্যাট করা আর এক ব্যাপার। পাঁজরের চোটের জন্য কিন্তু ওকে পেইন কিলার নিতে হয়নি। যে ৯০টা টেস্ট খেলেছে, সে কিন্তু অনেক সমস্যা, অস্বস্তি নিয়েই এই জায়গায় পৌঁছেছে। তাই ওয়ার্নারকে নিয়ে আমার অন্তত চিন্তা নেই।’
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে জিতে ঘরের মাঠে অ্যাসেজ শুরু করেছে অস্ট্রেলিয়া। নতুন টেস্ট ক্যাপ্টেন কামিন্সের অধীনে টিমের চেহারাও যেন অনেকটা পাল্টেছে। মনোবলও তুঙ্গে। ওয়ার্নার যেমন রান পেয়েছেন প্রথম ইনিংসে, ট্রেভিস হেড তেমন সেঞ্চুরি করেছিলেন। স্টিভ স্মিথ সহ বাকি ব্যাটাররা এখনও ছন্দে না থাকলেও কামিন্সের দৃঢ় বিশ্বাস, দ্রুত রানে ফিরবেন তাঁরা। অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে কিন্তু চমক হতে পারেন ঝাই রিচার্ডসন। চোট সারিয়ে টিমে ফেরা ডানহাতি পেসার বল হাতে আরও ভয়ঙ্কর পারফর্ম করছেন।
কামিন্স তো বলেই দিচ্ছেন, ‘২০১৯ সালের অ্যাসেজে ও দুটো টেস্টে দারুণ পারফর্ম করেছিল। পিঠের চোট সারিয়ে মাঠে ফেরা অনেক সহজ হয়। কিন্তু কাঁধের চোট থেকে আবার ফর্মে ফেরা কঠিন কাজ। সেই কাজটা দারুণ ভাবে করছে ঝাই। বিগ ব্যাশে অন্যতম সেরা বোলার ছিল। দু’বছর আগে ও যেমন বোলার ছিল, এখন তার থেকেও ভালো পারফর্ম করছে।’
ব্রিসবেনে ছন্দ খুঁজে পায়নি ইংল্যান্ড। অ্যাডিলেডে দিন-রাতের টেস্টেও জো রুটদের হারানোই লক্ষ্য কামিন্সের। তাই নিজের টিমের উপর আস্থা রাখার পাশাপাশি দুরন্ত পারফরম্যান্সও চাইছেন।