Virat Kohli Press Conference: টেস্ট দল নির্বাচনের দেড় ঘণ্টা আগে জেনেছিলাম ওয়ান ডে-তে আমি অধিনায়ক নই: বিরাট

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 15, 2021 | 3:31 PM

অবশেষে ওয়ান ডে ক্যাপ্টেনি থেকে সরানো নিয়ে মুখ খুললেন বিরাট।

Virat Kohli Press Conference: টেস্ট দল নির্বাচনের দেড় ঘণ্টা আগে জেনেছিলাম ওয়ান ডে-তে আমি অধিনায়ক নই: বিরাট
ওয়ান ডে-তে ক্যাপ্টেন্সি থেকে সরানো নিয়ে অবশেষে মুখ খুললেন কোহলি (ছবি-টুইটার)

Follow Us

মুম্বই: বিরাট-রোহিত নিয়ে ক্যাপ্টেন্সি বিতর্কের আবহে অবশেষে মুখ খুললেন বিরাট কোহলি। ওয়ান ডে (ODIs) ক্যাপ্টেন্সি থেকে সরানোর পর এই প্রথম বার কিছু বললেন বিরাট। টি-২০ (T2-) ফর্ম্যাটে নিজের ইচ্ছেতে ক্যাপ্টেন্সি ছেড়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। বোর্ডের (BCCI) তরফেও কোহলির সিদ্ধান্তকে সম্মান জানানো হয়। তবে ভিকে জানিয়েছিলেন, তিনি টেস্ট ও ওয়ান ডে দলের অধিনায়কত্ব চালিয়ে যেতে চান। কিন্তু দক্ষিণ আফ্রিকা (South Africa) সফরের জন্য ভারতের দল নির্বাচনের দিন বিসিসিআইয়ের তরফে স্রেফ একটা টুইট করে জানানো হয়, ভবিষ্যতের কথা ভেবে রোহিত শর্মাকে ভারতীয় দলের টি-২০ ও ওয়ান ডে দলের অধিনায়ক নির্বাচন করা হল। সেই দিন থেকে কোহলির কোনও প্রতিক্রয়া পাওয়া যায়নি। গোটা ক্রিকেটমহল অপেক্ষায় ছিল তিনি কী বলেন, তা জানার জন্য।

ওয়ান ডে-তে তিনি ক্যাপ্টেন থাকবেন না তা নাকি জেনেছিলেন, প্রোটিয়া সফরের জন্য টেস্ট দল নির্বাচনের দেড় ঘণ্টা আগে। এ বিষয়ে কোহলি বলেন, “৮ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দল বাছাইয়ের দেড় ঘণ্টা আগে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। ফোন শেষ করার আগে, আমাকে বলা হয়েছিল যে পাঁচ নির্বাচক সিদ্ধান্ত নিয়েছে যে আমি ওডিআই অধিনায়ক হব না। যাতে আমার প্রতিক্রিয়া ছিল, ঠিক আছে।”

বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের ব্যাপারে কোহলি বলেন, “কারণটা আমি বুঝতে পারছি। বিসিসিআই যুক্তিযুক্ত দৃষ্টিকোণ থেকে কারণগুলো দেখেছে। আমার ও রোহিত শর্মার মধ্যে কোনও সমস্যা নেই। আমি গত দুই বছর ধরে বলে আসছি এবং আমি ক্লান্ত। তবে আমার কোনও কাজ বা সিদ্ধান্ত দলকে খাটো করার জন্য হবে না।”

রোহিত টেস্ট দল থেকে চোটের কারণে বাদ যাওয়ার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই রটে গিয়েছিল, বিরাট দক্ষিণ আফ্রিকায় ওয়ান ডে সিরিজ থেকে বিশ্রাম চেয়েছেন। পরিবারের সঙ্গে ওই সময়টা কাটাতে চান। আর তা নিয়েই শুরু হয়েছিল বিতর্ক। তবে এ বার সেই বিতর্কেও জল ঢাললেন ভিকে। ভারতের টেস্ট দলের অধিনায়ক পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ম্যান্ডেলার দেশে টেস্টের পর তিনি ওয়ান ডে সিরিজেও খেলবেন। দক্ষিণ আফ্রিকায় সফরে যাওয়ার আগে প্রেস কনফারেন্সে কোহলি বলেছেন, “ওয়ান ডে ক্রিকেটে খেলার জন্য আমি তৈরি। আমি বিশ্রাম চাইনি।”

আরও পড়ুন: বিরাট-রোহিত বিতর্কে আজহারকে ঠুকলেন সানি

Next Article