নয়াদিল্লি: বর্ডার গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) দ্বিতীয় টেস্ট চলাকালীন কনুইতে চোট পেয়ে দেশে ফিরে যান ডেভিড ওয়ার্নার (David Warner)। স্বাভাবিক ভাবেই বাদ পড়েছেন বাকি দুটি টেস্ট থেকেও। তাঁর টেস্ট কেরিয়ার নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে। বলা হচ্ছে, ভারতের বিরুদ্ধে (Team India) তিনি তাঁর জীবনের শেষ টেস্ট খেলে ফেলেছেন দিল্লিতে! ওয়ার্নার এমনিতেও জানিয়ে দিয়েছেন, ক্রিকেট আর বেশি দিন খেলবেন না। ক্রিকেট ছাড়ার পর কী করবেন, সেটাও ঠিক করে ফেলেছেন। এর অর্থই হল, যদি ক্রিকেট খেলেনও হয়তো সাদা বলের ক্রিকেটেই মনোঃসংযোগ করবেন। সত্যিই কি দিল্লিতে জীবনের শেষ টেস্ট খেলে ফেলেছেন ওয়ার্নার? TV9 Bangla-য় রইল বিস্তারিত।
টুর্নামেন্টের মাঝে চোট পেয়ে দেশে ফিরে যাওয়ার ঘটনায় বেশ কিছু প্রশ্ন জন্ম নিয়েছে ওয়ার্নারকে ঘিরে। তিনি অবসর নেবেন কিনা, অথবা আবার টেস্ট ক্রিকেট খেলবেন কিনা, এইসব নিয়ে প্রশ্ন উঠছে। ভারতের বিরুদ্ধে বাকি দুটি টেস্টে দলে থাকলেও মাঠে নামবেন কিনা সে বিষয়ে এখনই কিছু জানা যাচ্ছে না। পরবর্তী অ্যাসেজ সিরিজে ওয়ার্নার খেলবেন কিনা, সে বিষয়ে অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক টনি ডোডমেডকে প্রশ্ন করা হলে, তিনি সেই প্রশ্ন এড়িয়ে গিয়েছেন।
খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ার ৩৬ বছরের এই বিধ্বংসী ব্যাটার। শেষ ১৫টি ইনিংসে তাঁর সংগৃহীত রানও বেশ কম। গত ডিসেম্বরে মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করেছিলেন ওয়ার্নার। দুর্ভাগ্যবশত শেষ ১৫টি ইনিংসে এবং ২০২০ সালের জানুয়ারির পর থেকে ওটাই ছিল একমাত্র তিন অঙ্কের রান। গত বছরের শুরুতে মাত্র ১৭.৭০ রানের টেস্ট গড় নিয়ে খেলতে শুরু করেছিলেন তিনি। ঝুলিতে ছিল মাত্র দুটি অর্ধশতক। সাম্প্রতিক কিছু টেস্টে ওয়ার্নারের সংগ্রহ মাত্র ১৫, ১০, ১ এবং ১০।
২০১৯ সালে নির্বাসন থেকে ফেরার পর অস্ট্রেলিয়ার হয়ে ঘরে-বাইরে মোট ২২টি টেস্ট খেলেছেন ওয়ার্নার। গড় মাত্র ১৬.৮৫। যেটি মিচেল স্টার্ক এর মত পেসারের ব্যাটিং গড়ের থেকেও কম। টেস্টে খারাপ ফর্মের মধ্যে থাকলেও ওডিআইতে বেশ ভালোই পারফর্ম করছে ওয়ার্নার। তার পরও জোর দিয়ে বলা যাচ্ছে না, টেস্ট ক্রিকেটকে ওয়ার্নার এখনই বিদায় জানাবেন কিনা। তবে জল্পনা যে চলছে, তা নিয়েও সন্দেহ নেই।