নয়াদিল্লি: ফের আলোচনায় উঠে এলেন ভারতের প্রাক্তন ফিল্ডিং কোচ আর শ্রীধর (R Sridhar)। কিছু দিন আগেই প্রকাশিত হয়েছে তাঁর বই। যা তুলে ধরেছে ভারতীয় ক্রিকেটের অনেক অজানা কথা। এ বার সেই শ্রীধরেরই বই থেকে জানা গেল, বিরাট কোহলি (Virat Kohli) এবং রবি শাস্ত্রী (Ravi Shastri) একটি মারাত্মক ভুল করেছিলেন। যার খেসারতও দিতে হয়েছে। কী সেই ভুল? শ্রীধর তাঁর ‘কোচিং বিয়ন্ড’ বইতে এ কথা স্বীকার করেছেন, ২০১৯ সালের ওয়ান ডে বিশ্বকাপের আগে তাঁরা এমন একটি ভুল করেছিলেন, যে কারণে বিশ্বকাপ জিততে পারেনি ভারত। চলতি বছর দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়ের ভারত যেন পুরনো ভুল থেকে শিক্ষা নেন, এই পরামর্শও দিয়েছেন।
২০১৯ সালের কোহলি এবং শাস্ত্রীর টিম ম্যানেজমেন্ট ৪ নম্বর জায়গাটার জন্য কোনও ব্যাটারকে চূড়ান্ত করেননি। উল্টে এত পরীক্ষানিরীক্ষা চালিয়েছিলেন যে, কেউই ওই জায়গায় নিজেকে প্রমাণ করতে পারেনি। সেটও হতে পারেনি। যে কারণে চার নম্বর ব্যাটার হিসেবে কাউকেই প্রতিষ্ঠা করার সুযোগও মেলেনি। অম্বাতি রায়াডু, অজিঙ্ক রাহানে, দীনেশ কার্তিকদের ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়া হয়েছিল। এঁদের কেউই পর্যাপ্ত সুযোগ পাননি। ফলে বিশ্বকাপের সময় টিমকেও সাহায্য করতে পারেননি এঁরা কেউই।
রায়াডু ভারতের হয়ে এশিয়া কাপ সহ অন্যান্য টুর্নামেন্টে ৪ নম্বর পজিশনে ব্যাট করেছেন। কিন্তু বিশ্বকাপের দল থেকে তাঁকে বাদ দেওয়া হয়। শেষ পর্যন্ত বিশ্বকাপে এই চার নম্বরে খেলার সুযোগ পেয়েছিলেন বিজয় শঙ্কর ও ঋষভ পন্থ। শ্রীধর বলেছেন যে, শাস্ত্রী এবং কোহলির নেতৃত্বাধীন সাপোর্ট স্টাফরা ৪ নম্বর পজিশনের জন্য একজন খেলোয়াড় নির্বাচন না করে ভুল করেছিলেন।তিনি আরও মনে করছেন, রোহিত শর্মা, শিখর ধাওয়ান এবং বিরাট কোহলির মতো টপ-থ্রি থাকার কারণে দলটি বিভ্রান্ত হয়েছিল।
শ্রীধরের মন্তব্য, “কাউকে ওই জায়গায় ব্যাট করার জন্য আমরা প্রয়োজনীয় আত্মবিশ্বাসটুকু দিতে পারিনি। ধোনি ও হার্দিকের মতো ফিনিশার থাকার জন্য ৪ নম্বর জায়গাটার তাৎপর্যই বুঝে উঠতে পারেনি টিম ম্যানেজমেন্ট। এটা ছিল মারাত্মক ভুল। এই ভুল থেকেই শিক্ষা নিতে হবে।” ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ১৮ রানে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ভারত। ফাইনাল উঠতে পারেনি ভারতীয় টিম। এ বার নিজেদের দেশেই হতে চলেছে ওডিআই বিশ্বকাপ। এই সুযোগকে কাজে লাগিয়ে তৃতীয় বারের জন্য বিশ্বসেরা হতে চাইবে রোহিত-ব্রিগেড।