IPL 2022: ওয়ার্নারের মুখে ‘বাংলা কথা’, ভাইরাল ভিডিও

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Apr 10, 2022 | 5:57 PM

David Warner: ওয়ার্নার ভারতকে ভালোবাসেন। যতবার এ দেশে এসেছেন কিছু না কিছু শিখে গেছেন। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট দেখলে বোঝা যায় সেটা। বলিউডের গানে নেচে একের পর এক পোস্ট করেন। কখনও একা কখনও গোটা পরিবারকে নিয়ে।

IPL 2022: ওয়ার্নারের মুখে বাংলা কথা, ভাইরাল ভিডিও
ব্যাট হাতে ছন্দে ওয়ার্নার
Image Credit source: Twitter

Follow Us

মুম্বই: ফর্মে ফেরার জন্য কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে ম্যাচটাই বেছে নিলেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) অজি তারকা ডেভিড ওয়ার্নার (David Warner)। বাংলার দলের বিরুদ্ধে মাঠে নামার আগে অস্ট্রেলিয়ার (Australia) ওপেনারের মুখে বাংলার ভাষা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করেছে দিল্লি ক্যাপিটালস। ঝড়ে গতিতে ভাইরাল হয়েছে সেই ভিডিও। মজা করে অনেকেই বলছেন, বাংলার দলের বিরুদ্ধে নামার আগে বাংলা কথায় নিজেকে তাতিয়ে নিলেন নাকি অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ব্যাটার। এ বারের আইপিএলে লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেছিলেন ডেভিড ওয়ার্নার। যদিও সেই ম্যাচে ব্যর্থ হয়েছেন তিনি। ব্যাট থেকে এসেছিল মাত্র চার রান। তবে আজ তিনি অন্য মেজাজে। বাংলা এফেক্ট? ৪৫ বলে ৬১ রানের ইনিংস খেললেন। মারলেন ৪টি চার, ২টি ছয়। উমেশের বলে রাহানের হাতে আউট হয়েছেন ডেভিড।

ম্যাচের আগের দিন অনুশীলনে যাওয়ার সময় টিম বাসে বসে ডেভিড ওয়ার্নার বললেন,”কেমন আছো, আমি তোমাকে ভালোবাসি।” ম্যাচের দিন সকালে সেই ভিডিও পোস্ট করেছে দিল্লি ক্যাপিটালস। তাদের ক্যাপশন, দুই দলের সমর্থককেই ওয়ার্নারের শুভেচ্ছা বার্তা। কিন্তু অনেকেরই প্রশ্ন ওয়ার্নার দিল্লি ক্যাপিটালসের টিম বাসে বসে বাংলায় কথা বললেন কার সঙ্গে? বাংলার কোনও ক্রিকেটার তো পন্থের দলে নেই। ‘বাংলার ক্রিকেটার নেই’, এক কথাটাকে একটু বদলে দেওয়া যাক, এ পার বাংলার কোনও ক্রিকেটার নেই। দিল্লি ক্যাপিটালসে আছেন বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। তিনিও যে বাঙালী।

 

 

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দীর্ঘ সময় খেলেছেন ডেভিড ওয়ার্নার। সেই দলেই একটা সময় খেলতেন মুস্তাফিজুর। ওয়ার্নার ভারতকে ভালোবাসেন। যতবার এ দেশে এসেছেন কিছু না কিছু শিখে গেছেন। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট দেখলে বোঝা যায় সেটা। বলিউডের গানে নেচে একের পর এক পোস্ট করেন। কখনও একা কখনও গোটা পরিবারকে নিয়ে। এই ভিডিও বলে দিচ্ছে, শুধু হিন্দি গান নয়, ভাষাও শিখেছেন। মুস্তাফিজুরের সঙ্গে বাংলার কথা বলে ওয়ার্নার বোঝালেন বাংলাটা তাঁর খুব প্রিয়।

 

আরও পড়ুন : IPL 2022: প্রয়াত হর্ষলের বোন, বায়ো বাবল ছেড়ে বাড়ি ফিরলেন আরসিবির তারকা

আরও পড়ুন : AFC Cup: পকেটে ৪ হাজার টাকা নিয়েই কলকাতায় লঙ্কান ফুটবলাররা

Next Article