Pakistan vs England : ঘরের মাঠে সিরিজ হার পাকিস্তানের

Babar Azam: এত বড় রান তাড়া করার ক্ষেত্রে পাকিস্তানের ভরসা হতে পারতেন স্বপ্নের ফর্মে থাকা মহম্মদ রিজওয়ান। এই ম্যাচে পারলেন না। তার আগেই অবশ্য বড় ধাক্কা পাকিস্তান শিবিরে। প্রথম ওভারেই আউট অধিনায়ক বাবর আজম (৪)।

Pakistan vs England : ঘরের মাঠে সিরিজ হার পাকিস্তানের
Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Oct 03, 2022 | 7:45 AM

লাহোর : আন্তর্জাতিক টি ২০ তে অন্যতম সেরা এবং আকর্ষণীয় সিরিজ। দীর্ঘ ১৭ বছর পর পাকিস্তান (PAKvsENG) সফরে এসেছিল ইংল্যান্ড। সাত ম্যাচের টি ২০ সিরিজ। প্রতিটা ম্যাচেই অনবদ্য লড়াই। সিরিজের ফয়সালা হল শেষ ম্যাচে। শেষ ম্যাচে ৬৭ রানের বড় জয়। ৪-৩ সিরিজ জিতল ইংল্যান্ড। সব বিভাগেই পাকিস্তানকে টেক্কা দিল ইংল্যান্ড। পাকিস্তান মূলত ডুবল ফিল্ডিংয়েই। ব্যাটিংয়ে একমাত্র ভরসা দিলেন শান মাসুদ। ইংল্যান্ডের হয়ে ব্যাটিংয়ে নজর কাড়লেন ডেভিড মালান (Dawid Malan) ও হ্যারি ব্রুক। বোলিংয়ে ভরসা দিলেন ক্রিস ওকস (Chris Woakes)।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক মইন আলি। তাদের শুরুটা ভালো হয়নি। দুই ওপেনার ফিল সল্ট, অ্যালেক্স হেলস ভালো শুরু করেও বড় রান করতে ব্যর্থ। পঞ্চম ওভারে জোড়া উইকেট হারিয়ে কিছুটা চাপে ছিল ইংল্যান্ড। তবে ডেভিড মালান-বেন ডাকেট জুটি পরিস্থিতি সামাল দেন। ৩১ বলে ৬২ রান যোগ করেন তাঁরা। এরপর ডেভিড মালান-হ্যারি ব্রুক ৬১ বলে ১০৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে। মালান ৪৭ বলে ৭৮ রানের অপরাজিত ইনিংস খেলেন। ৮টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারি মারেন। বেন ডাকেট ১৯ বলে ৩০ রান করেন। শেষ দিকে অনবদ্য ইনিংস হ্যারি ব্রুকের। ২৯ বলে অপরাজিত ৪৬। মাত্র ১টি বাউন্ডারি, ৪টি ওভার বাউন্ডারি মারেন ব্রুক। পাকিস্তান অধিনায়ক বাবর আজম জোড়া ক্যাচ ফসকান। ২০ ওভারে ৩ উইকেটে ২০৯ রানের বড় স্কোর ইংল্যান্ডের।

এত বড় রান তাড়া করার ক্ষেত্রে পাকিস্তানের ভরসা হতে পারতেন স্বপ্নের ফর্মে থাকা মহম্মদ রিজওয়ান। এই ম্যাচে পারলেন না। তার আগেই অবশ্য বড় ধাক্কা পাকিস্তান শিবিরে। প্রথম ওভারেই আউট অধিনায়ক বাবর আজম (৪)। পরের ওভারেই ফিরলেন মহম্মদ রিজওয়ান (১)। শান মাসুদ কিছুটা লড়াই করলেন। বড় জুটি গড়তে ব্যর্থ পাকিস্তান। শান মাসুদ সর্বাধিক ৫৬ রান করেন। ২০ ওভারে ১৪২-৮ স্কোরে থামে পাকিস্তান ইনিংস। বিশ্বকাপের আগে আরও প্রস্তুতির সুযোগ পাচ্ছে পাকিস্তান। নিউজিল্যান্ড সফরে ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা।

সংক্ষিপ্ত স্কোর : ইংল্যান্ড ২০৯-৬ (ডেভিড মালান ৭৮*, হ্যারি ব্রুক ৪৬*)। পাকিস্তান ১৪২-৮ (শান মাসুদ ৫৬, ক্রিস ওকস ৩-২৬)। ইংল্যান্ড ৬৭ রানে জয়ী।