AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DC vs RCB, IPL 2023 : নেট প্র্যাক্টিসে সৌরভ, দিল্লির টপ অর্ডারের ব্যর্থতা কাটাতে বিরাটদের বিরুদ্ধে নামবেন নাকি!

Sourav Ganguly: লাগাতার হারের পর ডেভিড ওয়ার্নারের দিল্লি ক্যাপিটালস বর্তমানে কিছুটা হলেও নিজেদের সামলে নিয়েছে। দিল্লি গত ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে লো স্কোরিং ম্যাচ জিতেছিল। এ বার সামনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলের সামনে বিরাট কোহলিরা। শনি-রাতে অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি বনাম আরসিবি ম্যাচে বিশেষ আকর্ষণ থাকবে বিরাট ও সৌরভেও।

DC vs RCB, IPL 2023 : নেট প্র্যাক্টিসে সৌরভ, দিল্লির টপ অর্ডারের ব্যর্থতা কাটাতে বিরাটদের বিরুদ্ধে নামবেন নাকি!
DC vs RCB, IPL 2023 : নেট প্র্যাক্টিসে সৌরভ, দিল্লির টপ অর্ডারের ব্যর্থতা কাটাতে বিরাটদের বিরুদ্ধে নামবেন নাকি! Image Credit: Twitter
| Edited By: | Updated on: May 07, 2023 | 2:44 PM
Share

নয়াদিল্লি : চলতি আইপিএলে (IPL 2023) ১০ ফ্র্যাঞ্চাইজির মধ্যে সবচেয়ে বিধ্বস্ত অবস্থা দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals)। এখনও অবধি এ বারের আইপিএলে ৯টি ম্যাচে খেলে মাত্র ৩টিতে জিতেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি। ক্যাপিটালসের ব্যাটিং ব্যর্থতা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে আজ শনি-রাতে ঘরের মাঠে বিরাট কোহলির আরসিবির বিরুদ্ধে নামবে পয়েন্ট টেবলের লাস্ট বয় দিল্লি। শেষ সাক্ষাতে আরসিবি চিন্নাস্বামীতে দিল্লিকে হারিয়েছিল। তাই ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে ডেভিড ওয়ার্নারদের বদলার ম্যাচ। এরই মাঝে অরুণ জেটলি স্টেডিয়ামে নেট প্র্যাক্টিস করলেন দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

লাগাতার হারের পর ডেভিড ওয়ার্নারের দিল্লি ক্যাপিটালস বর্তমানে কিছুটা হলেও নিজেদের সামলে নিয়েছে। দিল্লি গত ম্যাচে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে লো স্কোরিং ম্যাচ জিতেছিল। এ বার সামনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলের সামনে বিরাট কোহলিরা। শনি-রাতে অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি বনাম আরসিবি ম্যাচে বিশেষ আকর্ষণ থাকবে বিরাট ও সৌরভেও।

দিল্লি ক্যাপিটালসের সোশ্যাল মিডিয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেটে অনুশীলনের ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং কোচ শেন ওয়াটসনের সঙ্গে কথোপকথনের পর ব্যট হাতে নেটে নেমে পড়েন সৌরভ। এরপর বেশ কয়েকটি চোখধাঁধানো স্কোয়ার কাট দেখা যায় সৌরভের ব্যাটে। ওই ভিডিয়োতে তাঁর ট্রেডমার্ক শট স্টেপ আউট করে ছক্কাও হাঁকাতে দেখা যায় সৌরভকে। এই ভিডিয়ো দেখে সৌরভের অনুরাগীরা নস্টালজিক হয়ে পড়েছে। মহারাজের অনুরাগীরা দিল্লি ক্যাপিটালসের শেয়ার করা ভিডিয়োতে লাইক, কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন। কেউ কেউ কমেন্ট করেছেন, ‘অনেক দিন পর মেজাজে দাদা।’ ‘চোখ জুড়ানো দৃশ্য।’ ‘দলের যা অবস্থা, তাতে দাদারই ব্যাট হাতে নেমে যাওয়া উচিত।’ দিল্লির ব্যাটিং দেখে এর আগেও অনেকে মন্তব্য করেছেন, এর চেয়ে কোচিং টিম (সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিং, শেন ওয়াটসন) নামলে দিল্লি সাফল্য পাবে। গত তিন ম্য়াচে দিল্লির ওপেনিং জুটি ০, ০, ১। ডেভিড ওয়ার্নার ৩০০-র বেশি রান করলেও স্ট্রাইকরেট ১২০-র মতো। আজ দেখার ঘরের মাঠে কেমন পারফর্ম করে দিল্লি।