DC vs RR, IPL 2022, Match Result: বাটলারের ঝড়ে রাজস্থানের জয়

| Edited By: | Updated on: Apr 22, 2022 | 11:47 PM

Delhi Capitals vs Rajasthan Royals Live Score in Bangla: দেখুন দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) বনাম রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট

DC vs RR, IPL 2022, Match Result: বাটলারের ঝড়ে রাজস্থানের জয়
ঋষভ ও সঞ্জুর দলের লড়াই

মুম্বই: আজ ওয়াংখেড়েতে জস বাটলারের (Jos Buttler) ইনিংসটা দেখে মনে মনে কি জ্বলে উঠছেন বিরাট কোহলি? এ বার ফর্মে নেই কিং কোহলি। অন্যদিকে দুরন্ত ছন্দে বাটলার। একই আইপিএলে (IPL 2022) চারটি সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন বিরাট। এক সময় মনে হত এই রেকর্ড ভাঙা যাবে না। কিন্তু জস বাটলার এ বার যে ব্যাটিংটা করছেন তাতে সংখ্যাটা চারের অনেকে বেশি হতে পারে। সাত নম্বর ম্যাচ খেলতে নেমে তিনটি সেঞ্চুরি তাঁর নামের পাশে। আজ ১১৬ রানের ইনিংস। আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সেঞ্চুরির পর আজ আবার। কোনও বল কোনও বাউন্ডারি যেন সমস্যা নয় জস দ্য বসের কাছে। আজকের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ম্যাচটা বুঝিয়ে দিল বাটলারের ব্যাট ও অশ্বিন-চাহালের বল ঘুড়লে শুধু একটা দুটো ম্যাচ নয়, দ্বিতীয় বার ট্রফিটা পাওয়া খুব একটা মুশকিল নয়। কারণ অধিনায়ক সঞ্জু শুধু ব্যাট হাতে রান করছেন না, দুরন্ত ভাবে দলটাকেও সামলাচ্ছেন। আজকের ম্যাচে ক্যাপ্টেন ঋষভকে টেক্কা দিলেন ক্যাপ্টেন সঞ্জু।

Key Events

রাজস্থান রয়্যালস ২২২/২

বাটলার – ১১৬

পাড়িক্কল – ৫৪

দিল্লি ক্যাপিটালস ২০৭/৮

ঋষভ – ৪৪

পাওয়েল – ৩৬*

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 22 Apr 2022 11:36 PM (IST)

    দিল্লি ক্যাপিটালস – ২০৭/৮ (২০)

    ১৫ রানে ম্যাচ জিতল রাজস্থান রয়্যালস

  • 22 Apr 2022 10:58 PM (IST)

    দিল্লি ক্যাপিটালস – ১৪৯/৫ (১৫)

    ৩০ বলে দিল্লির ম্যাচ জিততে চাই ৭৪ রান

  • 22 Apr 2022 10:31 PM (IST)

    দিল্লি ক্যাপিটালস – ৯৯/৩ (১০)

    অর্ধেক ইনিংস শেষ দিল্লি ক্যাপিটালসের। শেষ ৬০ বলে ম্যাচ জিততে চাই ১২৪ রান

  • 22 Apr 2022 10:08 PM (IST)

    দিল্লি ক্যাপিটালস – ৫৫/২ (৬)

    পাওয়ার প্লে শেষ দিল্লি ইনিংসের। ৮৪ বলে ম্যাচ জিততে ঋষভের দলের চাই ১৬৮ রান।

  • 22 Apr 2022 09:44 PM (IST)

    দিল্লি ক্যাপিটালস – ৮/০ (১)

    প্রথম ওভারে বোল্টকে জোড়া চার মারলেন পৃথ্বী

  • 22 Apr 2022 09:24 PM (IST)

    রাজস্থান রয়্যালস – ২২২/২ (২০)

    বাটলারের সেঞ্চুরি ও পাড়িক্কলের হাফ সেঞ্চুরিতে ভর করে ২০ ওভারে ২২২ রান রাজস্থান রয়্যালসের। ৪৬ রানে অপরাজিত থাকলেন সঞ্জু ।

  • 22 Apr 2022 08:55 PM (IST)

    রাজস্থান রয়্যালস – ১৫৮/১ (১৬)

    দুরন্ত মেজাজে ব্যাটিং জস বাটলারের। চলতি আইপিএলে তৃতীয় সেঞ্চুরি বাটলারের। ৫৭ বলে শতরান জস দ্য বসের।

  • 22 Apr 2022 08:26 PM (IST)

    রাজস্থান রয়্যালস – ১০৪/০ (১১)

    আরও একটা হাফ সেঞ্চুরি জস বাটলারের।

  • 22 Apr 2022 08:03 PM (IST)

    রাজস্থান রয়্যালস – ৪৪/০ (৬)

    পাওয়ার প্লে শেষে ৪৪ রান রাজস্থান রয়্যালসের। ঝড় তুলতে শুরু করেছেন জস বাটলার।

  • 22 Apr 2022 07:02 PM (IST)

    টস জিতলেন ঋষভ পন্থ

    টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্থের।

  • 22 Apr 2022 06:39 PM (IST)

    ডাগ আউটে নেই পন্টিং

    পরিবারে কোভিড সংক্রমণ, তাই আইসোলেশনে দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং। আজকের ম্যাচে দলের ডাগ আউটে থাকছেন না তিনি।

  • 22 Apr 2022 06:34 PM (IST)

    দুই কিপার ক্যাপ্টেনের লড়াই

Published On - Apr 22,2022 6:30 PM

Follow Us: