DC vs SRH, IPL 2022 Match 50 Result: হায়দরাবাদের হারের হ্যাটট্রিক, ২১ রানে জয়ী পন্থের দিল্লি

| Edited By: | Updated on: May 05, 2022 | 11:53 PM

Delhi Capitals vs Sunrisers Hyderabad Live Score in Bangla: দেখুন দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) বনাম সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

DC vs SRH, IPL 2022 Match 50 Result: হায়দরাবাদের হারের হ্যাটট্রিক, ২১ রানে জয়ী পন্থের দিল্লি
দেখুন দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) বনাম সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট

মুম্বই: আজ, বৃহস্পতিবার আইপিএল-১৫-এর (IPL 2022) ৫০তম ম্যাচে মুখোমুখি হয়েছিল ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। পন্থের দিল্লির বিরুদ্ধে টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে ২০৭ রান তুলেছিল রাজধানীর দল। তবে পাহাড়প্রমাণ রান তাড়া করতে পারল না নিজামের শহরের দল। ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হেরে হারের হ্যাটট্রিক পূর্ণ হয়ে গেল সানরাইজার্স হায়দরাবাদের। ২১ রানে জয়ী টিম দিল্লি। পুরনো দল হায়দরাবাদের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিলেন ডেভিড ওয়ার্নার। তাঁর ব্যাট থেকে এসেছে ম্যাচের সর্বোচ্চ রান। ৫৮ বলে ৯২ রানের নট আউট ইনিংস। পাশাপাশি রোভম্যান পাওয়েলও শো দেখিয়ে গেলেন। ৩৫ বলে ৬৭ নট আউট পাওয়েল।

Key Events

পয়েন্ট টেবলে কত নম্বরে উঠল পন্থের দিল্লি

হায়দরাবাদের বিরুদ্ধে আজকের ম্যাচে ২১ রানে জিতে লিগ টেবলের পাঁচ নম্বরে পৌঁছে গেল ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস।

ওয়ার্নারের ৯২ নট আউট

পুরনো দল হায়দরাবাদের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিলেন ডেভিড ওয়ার্নার। তাঁর ব্যাট থেকে এসেছে ম্যাচের সর্বোচ্চ রান। ৫৮ বলে ৯২ রানের নট আউট ইনিংস।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 05 May 2022 11:33 PM (IST)

    হারের হ্যাটট্রিক হায়দরাবাদের

    ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হেরে, হারের হ্যাটট্রিক পূর্ণ হয়ে গেল সানরাইজার্স হায়দরাবাদের। ২১ রানে জয়ী টিম দিল্লি।

  • 05 May 2022 11:23 PM (IST)

    পুরান আউট

    হায়দরাবাদের হয়ে লড়ছিলেন নিকোলাস পুরান। ৩৪ বলে ৬২ রান করে শার্দূল ঠাকুরকে উইকেট দিয়ে বসলেন পুরান।

  • 05 May 2022 11:03 PM (IST)

    ১৫ ওভারে হায়দরাবাদ ১৩৪/৫

    • খেলা বাকি ৫ ওভারের।
    • প্রথম ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলেছে হায়দরাবাদ।
    • ক্রিজে রয়েছেন শন অ্যাবট ও নিকোলাস পুরান।
    • ম্যাচ জিততে অরেঞ্জ আর্মির এখনও প্রয়োজন ৩০ বলে ৭৪ রান।
  • 05 May 2022 10:48 PM (IST)

    হাফসেঞ্চুরি হাতছাড়া মার্করামের

    দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হাফসেঞ্চুরি হাতছাড়া করে মাঠ ছাড়লেন এইডেন মার্করাম। ২৫ বলে ৪২ রান করে খালিল আহমেদের শিকার হলেন মার্করাম।

  • 05 May 2022 10:30 PM (IST)

    ১০ ওভারে হায়দরাবাদ ৬৩/৩

    • খেলা বাকি ১০ ওভারের।
    • শুরুর ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে হায়দরাবাদ তুলেছে ৬৩ রান।
    • ম্যাচ জিততে অরেঞ্জ আর্মির এখনও প্রয়োজন ৬০ বলে ১৪৫ রান।
  • 05 May 2022 10:06 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • প্রথম ৬ ওভারের খেলা শেষ।
    • পাওয়ার প্লে-র শেষে হায়দরাবাদের স্কোর ২ উইকেটে ৩৫।
    • ক্রিজে রাহুল ত্রিপাঠী ও এইডেন মার্করাম।
  • 05 May 2022 10:01 PM (IST)

    ৫ ওভারে হায়দরাবাদের স্কোর ২৪/১

    • প্রথম ৫ ওভারের খেলা শেষ।
    • শুরুর ৫ ওভারে ওপেনার অভিষেক শর্মার উইকেট হারিয়ে ২৪ রান তুলেছে হায়দরাবাদ।
    • ম্যাচ জিততে এখনও হায়দরাবাদকে তুলতে হবে ৯০ বলে ১৮৪ রান।
  • 05 May 2022 09:58 PM (IST)

    উইলিয়ামসনের গুরুত্বপূর্ণ উইকেট হারাল হায়দরাবাদ

    অনরিখ নর্টজে ফেরালেন হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসনকে। ১০ রান করে মাঠ ছাড়লেন উইলিয়ামসন।

  • 05 May 2022 09:34 PM (IST)

    রান তাড়া করতে নামল হায়দরাবাদ

    টার্গেট ২০৮। রান তাড়া করতে নামল অরেঞ্জ আর্মি।

  • 05 May 2022 09:21 PM (IST)

    অরেঞ্জ আর্মিকে ২০৮ রানের টার্গেট দিল পন্থের দিল্লি

    প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৭ রান তুলল দিল্লি ক্যাপিটালস। ম্যাচ জিততে উইলিয়ামসনের হায়দরাবাদকে তুলতে হবে ২০৮ রান।

  • 05 May 2022 09:15 PM (IST)

    রোভম্যানের হাফসেঞ্চুরি

    সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩০ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন রোভম্যান পাওয়েল।

  • 05 May 2022 08:48 PM (IST)

    ১৫ ওভারে দিল্লির স্কোর ১৩৭/৩

    • খেলা বাকি ৫ ওভারের।
    • ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলেছে দিল্লি।
    • ক্রিজে ডেভিড ওয়ার্নার ও রোভম্যান পাওয়েল।
  • 05 May 2022 08:29 PM (IST)

    ওয়ার্নারের হাফসেঞ্চুরি

    পুরনো দল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩৪ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ডেভিড ওয়ার্নার।

  • 05 May 2022 08:24 PM (IST)

    ১০ ওভারে দিল্লি ৯১/৩

    • ক্রিজে রোভম্যান পাওয়েল ও ডেভিড ওয়ার্নার।
    • প্রথম ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে দিল্লি তুলেছে ৯১ রান।
  • 05 May 2022 08:18 PM (IST)

    পন্থের গুরুত্বপূর্ণ উইকেট হারাল দিল্লি

    ঋষভ পন্থের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেন শ্রেয়স গোপাল। ২৬ রান করে মাঠ ছাড়লেন দিল্লির নেতা পন্থ।

  • 05 May 2022 08:01 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • পাওয়ার প্লে-র খেলা শেষ।
    • প্রথম ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৫০ রান তুলেছেন পন্থরা।
    • ডেভিড ওয়ার্নার ব্যাট করছেন ৩১ রানে।
    • ঋষভ পন্থ রয়েছেন ২ রানে।
  • 05 May 2022 07:56 PM (IST)

    ৫ ওভারে দিল্লি ৩৯/২

    • প্রথম ৫ ওভারের খেলা শেষ।
    • ২ উইকেট হারিয়ে পন্থের দিল্লি তুলেছে ৩৯ রান।
    • ক্রিজে ডেভিড ওয়ার্নার ও ঋষভ পন্থ।
  • 05 May 2022 07:45 PM (IST)

    ৩ ওভারে দিল্লি ১২/১

    • প্রথম ৩ ওভারের খেলা শেষ।
    • ১ উইকেট হারিয়ে ১২ রান তুলেছে দিল্লি।
    • ক্রিজে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ।
  • 05 May 2022 07:34 PM (IST)

    মনদীপ আউট

    প্রথম ওভারের পঞ্চম বলে মনদীপ সিংয়ের উইকেট তুলে নিলেন ভুবনেশ্বর কুমার। কোনও রান না করেই মাঠ ছাড়লেন মনদীপ।

  • 05 May 2022 07:30 PM (IST)

    দিল্লির ইনিংস শুরু

    দিল্লি ক্যাপিটালসের হয়ে ওপেনিংয়ে নামলেন মনদীপ সিং ও ডেভিড ওয়ার্নার।

  • 05 May 2022 07:11 PM (IST)

    হায়দরাবাদের প্রথম একাদশ

    দেখে নিন সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ: কেন উইলিয়ামসন (অধিনায়ক), অভিষেক শর্মা, এইডেন মার্করাম, রাহুল ত্রিপাঠী, নিকোলাস পুরান (উইকেটকিপার), শশাঙ্ক সিং, শন অ্যাবট, শ্রেয়স গোপাল, ভুবনেশ্বর কুমার, কার্তিক ত্যাগী ও উমরান মালিক।

  • 05 May 2022 07:10 PM (IST)

    দিল্লির প্রথম একাদশ

    দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ: মনদীপ সিং, ডেভিড ওয়ার্নার, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), মিচেল মার্শ, রোভম্যান পাওয়েল, রিপল প্যাটেল, ললিত যাদব, শার্দূল ঠাকুর, অনরিখ নর্টজে, খালিল আহমেদ ও কুলদীপ যাদব।

  • 05 May 2022 07:04 PM (IST)

    হায়দরাবাদে অভিষেক ৩ ক্রিকেটারের

    আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে অভিষেক হল শ্রেয়স গোপাল, কার্তিক ত্যাগী ও শন অ্যাবটের।

  • 05 May 2022 07:01 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসকে প্রথমে ব্যাটিংয়ে পাঠালেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন।

  • 05 May 2022 06:34 PM (IST)

    এইডেন মার্করামের রেকর্ড অ্যালার্ট

    আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৫ রান করলেই টি-২০ ক্রিকেটে ২০০০ রান পূর্ণ হবে এইডেন মার্করামের।

  • 05 May 2022 06:34 PM (IST)

    পয়েন্ট টেবলে দুই দল কোন জায়গায়

    এ বারের আইপিএলে ৯টি ম্যাচের ৪টিতে জয় ও ৫টিতে হেরে লিগ টেবলের ৭ নম্বরে রয়েছে পন্থের দিল্লি। অন্যদিকে হায়দরাবাদ ৫টি ম্যাচে জিতেছে এবং ৪টি ম্যাচে হেরেছে। পয়েন্ট টেবলের ৫ নম্বরে রয়েছেন অভিষেক শর্মারা।

  • 05 May 2022 06:34 PM (IST)

    এক নজরে হেড টু হেড

    হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে আইপিএলের ইতিহাসে মোট ২০ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। যার মধ্যে ১১ বার জিতেছে হায়দরাবাদ এবং ৯ বার জিতেছে দিল্লি।

Published On - May 05,2022 6:30 PM

Follow Us: