IPL 2021: এত খারাপ বায়ো বাবল দেখিনি, তীব্র সমালোচনা জাম্পার

sushovan mukherjee |

Apr 28, 2021 | 9:53 AM

চলতি বছরে ভারতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। করোনা পরিস্থিতিতে তা কতটা নিরাপদ হবে, প্রশ্ন তুলে দিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার

IPL 2021: এত খারাপ বায়ো বাবল দেখিনি, তীব্র সমালোচনা জাম্পার
ছবি-টুইটার

Follow Us

সিডনি: খারাপ বায়ো বাবলের জন্যই আইপিএলের মাঝপথে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন অ্যাডাম জাম্পা। অস্ট্রেলিয়ার এক কাগজকে দেওয়া সাক্ষাৎকারে তীব্র সমালোচনা করেছেন অজি স্পিনার। সোমবারই হঠাৎ দেশে ফেরার কথা ঘোষণা করেছিলেন আরসিবির ক্রিকেটার। ‘ব্যক্তিগত কারণ’ দেখালেও তা যে আসলে করোনাভীতি, বুঝতে অসুবিধা হয়নি কারওরই।
মঙ্গলবার দেশে ফেরার বিমান ধরার আগে জাম্পা বলেছেন, ‘আমরা বেশ কিছু বায়ো বাবলে কাটিয়েছি। বলতে কোনও দ্বিধা নেই, আমার দেখা সবচেয়ে খারাপ বাবল। সব সময় বলা হত সতর্ক থাকতে। ভারত বলেই বোধহয় এমন বলা হত।’

আইপিএল থেকে যে তিন বিদেশি নাম তুলেছেন, তাঁরা সবাই অস্ট্রেলিয়ান। জাম্পার সঙ্গে আরসিবিরই কেন রিচার্ডসনও ফিরে গিয়েছেন। রাজস্থানের অ্যান্ড্রু টাইও সরিয়ে নিয়েছেন নিজেকে। জাম্পা রাখঢাক না করেই বলেছেন, ‘ছ’মাস আগে দুবাইয়ে যে বায়ো বাবল ছিল, সেখানে কখনও আশঙ্কা কাজ করেনি। ওটা অনেক বেশি নিরাপদ ছিল। ব্যক্তিগত ভাবে আমার মনে হয়, এই বছরও আইপিএলে ওখানেই হতে পারত। কিন্তু এর সঙ্গে তো অনেক রাজনৈতিক ব্যাপার জড়িয়ে আছে।’

আরও পড়ুন:IPL 2021:বলে থুতু লাগিয়ে সতর্কিত দিল্লির অমিত

চলতি বছরে ভারতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। করোনা পরিস্থিতিতে তা কতটা নিরাপদ হবে, প্রশ্ন তুলে দিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। তাঁর কথায়, ‘এই বছরের শেষের দিকে ভারতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেটা নিয়েই এ বার কথা বলতে হবে ক্রিকেট বিশ্বকে। অবশ্য হাতে ছ’মাস আছে, সেটা কম সময় নয়।’ সঙ্গে জুড়েছেন, ‘আমি টিমে খেলছিলাম না। কিন্তু যা চলছে, তাতে নিজেকে মোটিভেটও করতে পারছিলাম না। ট্রেনিংয়ে যাওয়া, নিজের সেরাটা দেওয়া— হয়ে উঠছিল না, তাই সরে দাঁড়ানোর সিদ্ধান্তই নিলাম।’

Next Article