এ বারের আইপিএলে মেয়েদের টি-টোয়েন্ট চ্যালেঞ্জ হয়তো স্থগিত

Apr 28, 2021 | 3:23 PM

ছেলেদের প্লে-অফের সময়ই মেয়েদের তিন টিমের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ হয়।

এ বারের আইপিএলে মেয়েদের টি-টোয়েন্ট চ্যালেঞ্জ হয়তো স্থগিত
সৌজন্যে-টুইটার

Follow Us

নয়াদিল্লি‌: করোনার প্রভাব যে হারে বাড়ছে, এ বারের আইপিএলে (IPL) মেয়েদের টি-টোয়েন্টি (T-20) চ্যালেঞ্জ স্থগিত রাখার কথা ভাবছে বিসিসিআই (BCCI)। ছেলেদের প্লে-অফের সময়ই মেয়েদের তিন টিমের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ হয়। তা আয়োজন করার মতো জায়গায় নেই বোর্ড।

এক কর্তা বলেছেন, ‘এখনও এ নিয়ে কথা হয়নি ঠিকই, কিন্তু সারা দেশে যা পরিস্থিতি, তাতে মেয়েদের টুর্নামেন্ট করার সম্ভাবনা খুবই কম। করোনার কারণে অনেক কিছু পাল্টে গিয়েছে। বিমান বাতিল হয়ে যাচ্ছে একের পর এক। সেখানে বিদেশি প্লেয়ারদের নিয়ে এসে কোনও টুর্নামেন্ট আয়োজন করা অত্যন্ত কঠিন কাজ। তা ছাড়া এমন পরিস্থিতি, সুরক্ষার কথা সবার আগে ভাবতে হচ্ছে। যে কারণে এ বারের আইপিএলে মেয়েদের টুর্নামেন্ট স্থগিত রাখার কথাই ভাবতে হচ্ছে।’

একই সঙ্গে বোর্ড কিন্তু এও বলছে, করোনার প্রভাব বাড়লেও আইপিএলের মাঝপথে বিদেশিরা বিশেষ করে অস্ট্রেলিয়ানরা দেশে ফেরার কথা ভাবছেন না। আইপিএল শেষ করেই তাঁরা যাবেন। বোর্ডের ওই কর্তার কথায়, ‘নাটকীয় কোনও পরিবর্তন না হলে, পরিস্থিতির আরও অবনতি না হলে বিদেশিরা আইপিএল শেষ করেই দেশে ফেরার পক্ষপাতী।’

আরও পড়ুন: IPL 2021: এত খারাপ বায়ো বাবল দেখিনি, তীব্র সমালোচনা জাম্পার

বোর্ড যাই বলুক না কেন, ভারতের করোনার দ্বিতীয় ওয়েভ ক্রমশ প্রাণঘাতী চেহারা নিচ্ছে। আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়ছে যেমন, মৃত্যুর হারও বাড়ছে। এই পরিস্থিতির মোকাবিলা করার জন্য বোর্ড সব রকম ভাবে তৈরি। বায়ো বাবল (Bio Bubble) আরও সুরক্ষিত করা হয়েছে। যাতে বিদেশি ক্রিকেটাররা ভয় না পেয়ে যান। অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন, অ্যান্ড্রু টাইরা দেশে ফিরে যাওয়ার পর কিন্তু মিডিয়ার কাছে মুখ খুলেছেন। যা কিছুটা হলেও অস্বস্তিতে ফেলে দিয়েছে বোর্ডকে।

Next Article