IPL 2021: আরও কড়া হতে চলেছে আইপিএলের বায়ো বাবল

Apr 28, 2021 | 5:24 PM

বিসিসিআই (BCCI) জৈব সুরক্ষা বলয়কে আরও বেশি সুরক্ষিত করার জন্য কয়েকটি নির্দেশিকা জারি করেছে।

IPL 2021: আরও কড়া হতে চলেছে আইপিএলের বায়ো বাবল
সৌজন্যে-টুইটার

Follow Us

নয়াদিল্লি: ভারতে করোনার (COVID-19) দ্বিতীয় ঢেউয়ে একের পর এক আক্রান্ত, মৃতের সংখ্যা বেড়েই চলেছে। তার মধ্যেই দেশের জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল (IPL) চলছে। জৈব সুরক্ষা (bio bubble) বলয়ের মধ্যে থাকছেন ক্রিকেটাররা। কিন্তু সেই সুরক্ষা বলয় ভেদ করেও ভাইরাস হানা দিয়েছে। যার জেরে আইপিএলের শুরুতেই বেশ কয়েকজন ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, মাঠ কর্মীর করোনা আক্রান্ত হওয়ার খবর উঠে এসেছিল। তার ফলে বায়ো বাবল নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছিল। এ বার সেই বায়ো বাবলে থাকাই আগের থেকে কড়া হতে চলেছে।

বিসিসিআই (BCCI) জৈব সুরক্ষা বলয়কে আরও বেশি সুরক্ষিত করার জন্য কয়েকটি নির্দেশিকা জারি করেছে। দু’দিন অন্তর অন্তর সমস্ত ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হবে। আগে এই পরীক্ষা করা হত ৫ দিন অন্তর। তাছাড়াও বোর্ডের নতুন নির্দেশিকা অনুযায়ী, বায়ো বাবলে থাকা কোনও ব্যক্তি বাইরে থেকে কোনও খাবার আনাতে পারবেন না।

ভারতীয় বোর্ডের এক প্রধান কর্মকর্তা হেমঙ্গ আমিন বলেছেন, “এই টুর্নামেন্টের শুরুর দিকে ক্রিকেটারদের বাইরে থেকে খাবার আনার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু এখন সেই অনুমতি আর দেওয়া হবে না। বায়ো বাবলকে বেশি সুরক্ষিত রাখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” এর ফলে বায়ো বাবলে থেকে ক্রিকেটারদের আর বাড়ির খাবারও খাওয়া হবে না। আগে অনেক ক্রিকেটারদের বাড়ি থেকেও খাবার আসত। বাবলে কড়াকড়ি হওয়ায় সেই সুযোগও পাবেন না ক্রিকেটাররা।

আরও পড়ুন: এ বারের আইপিএলে মেয়েদের টি-টোয়েন্ট চ্যালেঞ্জ হয়তো স্থগিত

করোনার কারণেই আইপিএল থেকে ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনসহ আরও তিন বিদেশি ক্রিকেটার নাম তুলে নিয়েছে। অজি স্পিনার অ্যাডাম জাম্পা তো ভারতের বায়ো বাবল নিয়েও প্রশ্ন তুলেছেন। কিন্তু অন্য ক্রিকেটার বা কোচেদের মুখ থেকে তেমন কিছু এখনও শোনা যায়নি। তাও সাবধানতা অবলম্বন করছে বোর্ড। যার জন্য আরও কড়া হল আইপিলের জৈব সুরক্ষা বলয়।

Next Article