IPL 2021:বলে থুতু লাগিয়ে সতর্কিত দিল্লির অমিত

ম্যাচের ছ’ওভারে নিজের প্রথম ওভার বল করতে এসেছিলেন অমিত। বল শুরু করার আগেই থুতু লাগান। যা দেখতে পেয়ে অনফিল্ড আম্পায়ার বীরেন্দ্র শর্মা তাঁকে সতর্ক করেন।

IPL 2021:বলে থুতু লাগিয়ে সতর্কিত দিল্লির অমিত
ছবি-টুইটার
Follow Us:
| Updated on: Apr 28, 2021 | 9:43 AM

আমদাবাদ: করোনার জন্য গত বছর থেকেই বলে থুতু লাগানো নিষিদ্ধ করেছে আইসিসি। কিন্তু ম্যাচের সময় কেউ কেউ ভুল করে বসেন। যেমন করলেন দিল্লি ক্যাপিটালসের লেগস্পিনার অমিত মিশ্র। আর তার জন্য আম্পায়ার সতর্কও করলেন তাঁকে। ম্যাচের ছ’ওভারে নিজের প্রথম ওভার বল করতে এসেছিলেন অমিত। বল শুরু করার আগেই থুতু লাগান। যা দেখতে পেয়ে অনফিল্ড আম্পায়ার বীরেন্দ্র শর্মা তাঁকে সতর্ক করেন। এই অপরাধ প্রথম বলে অমিতকে শুধু সতর্ক করেই ছেড়ে দেওয়া হয়েছে। আবার যদি ঘটত, তা হলে বিপক্ষ ৫ রান পেনাল্টি পেত।

লিগ টেবলের দুই ও তিন নম্বরের এই ম্যাচ। আমদাবাদের দিকে নজর ছিল সারা ভারতের। বিরাট কোহলির আরসিবি এই আইপিএলে দারুণ খেলছে। চমৎকার ছন্দে রয়েছে দিল্লিও। সব মিলিয়ে হাইটেনশন ম্যাচ। রবিচন্দ্রন অশ্বিন পারিবারিক কারণে টিম থেকে সরিয়ে নিয়েছেন নিজেকে। তাঁর বদলে এই ম্যাচে খেলেন ইশান্ত শর্মা। মেগা ম্যাচে শেষপর্যন্ত বাজিমাত করেন কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

আরও পড়ুন:IPL 2021: রুদ্ধশ্বাস ম্যাচে শেষ হাসি কোহলিদের