১৫ বছর পর ফের এক মাঠে ফ্রেমবন্দি রোহিত-দীপক, দেখুন ভাইরাল ছবি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 18, 2021 | 6:50 PM

সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল রোহিত শর্মার সঙ্গে দীপক চাহারের থ্রোব্যাক ছবি।

১৫ বছর পর ফের এক মাঠে ফ্রেমবন্দি রোহিত-দীপক, দেখুন ভাইরাল ছবি
১৫ বছর পর ফের এক মাঠে ফ্রেমবন্দি রোহিত-দীপক, দেখুন ভাইরাল ছবি

Follow Us

জয়পুর: গোলাপি শহরে কিউয়িদের বিরুদ্ধে টি-২০ (T20) সিরিজের প্রথম ম্যাচে জিতেছে ভারত (India)। তারপর থেকেই জয়পুরের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের যোগসূত্রের ঘটনা সামনে উঠে আসছে। আজ সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভারতীয় ক্রিকেটার দীপক চাহার (Deepak Chahar) টিম ইন্ডিয়ার (Team India) নতুন ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে একটি থ্রোব্যাক ছবি পোস্ট করেছেন। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে সেই ছবি।

দীপক চাহার ১৫ বছর আগে জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে রোহিত শর্মার সঙ্গে একটি ছবি তুলেছিলেন। সেই স্টেডিয়ামেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ফের লেন্সবন্দি হয়েছেন দুই ক্রিকেটার। পুরনো স্মৃতি রোমন্থন করতে গিয়ে এখনকার ছবি ও ১৫ বছর আগের ছবি একসঙ্গে পোস্ট করেছেন দীপক। এবং ছবির ক্যাপশনে মজা করে তিনি লেখেন, “প্রায় ১৫ বছর পর একই মাঠে ছবি। আমার এবং রোহিত ভাইয়ের সেই সময় দাঁড়ি পর্যন্ত ছিল না।”

নেটিজেনদের বেশ নজর কেড়েছে দীপকের এই পোস্টটি। এটি ছাড়াও বুধবারের ম্যাচে দীপকের এক চাহনির ছবি ও ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। কিউয়িদের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডের ইনিংস চলাকালীন ১৮তম ওভারে মার্টিন গাপ্টিল ও দীপক চাহারের চোখে চোখ রেখে লড়াই হয়। ১৭.১ ওভারে দীপক চাহারের বলে ৯৮ মিটারের একটি ছক্কা হাঁকান কিউয়ি ওপেনার। এবং দীপকের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন তিনি। পাল্টা জবাব দিতে বেশি সময় নেননি দীপক। ওই ওভারের দ্বিতীয় বলেই গাপ্টিলের উইকেট তুলে নেন দীপক। শ্রেয়স আইয়ারের হাতে ক্যাচ দিয়ে ৭০ রান করে মাঠ ছাড়েন তিনি। সেই সময় গাপ্টিলের চোখে চোখ রেখে দারুণ জবাব দেন চাহার। আর তার সুবাদে ম্যাচের শেষে ‘কামাল কা মোমেন্ট’ পুরস্কারও পান চাহার।

শুক্রবার রাঁচিতে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে নামবেন রোহিতরা। তারপর তৃতীয় ও শেষ ম্যাচ হবে কলকাতায়।

আরও পড়ুন: India vs New Zealand: কোচ দ্রাবিড়কে নিয়ে এখনই মন্তব্যে নারাজ অশ্বিন

আরও পড়ুন: Rohit Sharma: রোহিতের ৯ বছর আগের টুইট ভাইরাল, কেন জানেন?

Next Article