Rohit Sharma: রোহিতের ৯ বছর আগের টুইট ভাইরাল, কেন জানেন?
বুধবার হিটম্যান নতুন দায়িত্ব নিয়ে ২২ গজে নামার আগে থেকেই তাঁর এক টুইট ভাইরাল হয়ে যায়।
জয়পুর: ৯ বছর আগে রোহিত শর্মা (Rohit Sharma) যে জায়গা থেকে এক গুরুদায়িত্ব নেওয়া শুরু করেছিলেন, ঠিক ৯ বছর পর সেই জায়গা আবার মিলিয়ে দিল হিটম্যানকে। বুধবার নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে জয়পুরের সওয়াই মান সিংহ স্টেডিয়ামে ভারতের স্থায়ী অধিনায়ক হিসেবে প্রথম টি-২০ (T20) ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। গতকাল থেকেই ৯ বছর আগেকার তাঁর এক টুইট ভাইরাল হয়েছে। এই জয়পুরেই ২০১২ সালে তিনি রঞ্জি ট্রফিতে মুম্বইকে (Mumbai) নেতৃত্ব দিয়েছিলেন। ফের জয়পুরেই নতুন চ্যালেঞ্জের সামনে রোহিত শর্মা। কিউয়িদের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় দিয়েই শুরু করেছে টিম ইন্ডিয়া (Team India)।
বুধবার হিটম্যান নতুন দায়িত্ব নিয়ে ২২ গজে নামার আগে থেকেই তাঁর এক টুইট ভাইরাল হয়ে যায়। রঞ্জি ট্রফিতে মুম্বই দলকে নেতৃত্ব দেওয়ার আগে টুইটারে ২০১২ সালের ৭ নভেম্বর রোহিত লিখেছিলেন, “জয়পুরে পৌঁছে গিয়েছি। এবং আমি দলকে নেতৃত্ব দিচ্ছি। বাড়তি দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে চাই।”
Touched down in jaipur and yes I will be leading the side, looking forward to the added responsibility 🙂
— Rohit Sharma (@ImRo45) November 7, 2012
অনেক টুইটারেত্তি সেই টুইটের সঙ্গে বর্তমানের মিল বুঝতে না পারায় এক টুইটার ব্যবহারকারী বিষয়টা পরিস্কার করার জন্য একটি টুইট করেন। তিনি লেখেন, “কেএল সাইনি মাঠে ২০১২ সালে রোহিত শর্মা প্রথম বার মুম্বই দলকে রঞ্জি ট্রফিতে নেতৃত্ব দিয়েছিল। এবং ভারতের স্থায়ী ক্যাপ্টেন হিসেবে সেই জয়পুরেই রোহিত শর্মা প্রথম বার ভারতকে নেতৃত্ব দিতে চলেছেন।”
First time Rohit Sharma ever led Mumbai in Ranji Trophy was in Jaipur (KL Saini ground) in 2012.
First time Rohit Sharma will lead India as a full-time T20 captain will be in Jaipur pic.twitter.com/vFzFAVqD57
— Sarang Bhalerao (@bhaleraosarang) November 16, 2021
অপর এক টুইটার ব্যবহারকারী ২০১২ সালে মুম্বই রঞ্জি দলের অধিনায়ক হিসেবে রোহিতের ইনিংসের (৭৯) বিবরণও তুলে ধরেন। সেই তথ্যের মধ্যে উল্লেখ থাকে সূর্যকুমার যাদব সেই ম্যাচে ২ উইকেট নেন।
For those People who don't know about this match.This is about a Ranji match of Rajasthan versus Mumbai at Jaipur where Rohit captained Mumbai and made 79 and SKY was also part of that team and he picked Two wickets too pic.twitter.com/2QNN3a573r
— Arjun???? (@Arjun_Archer1) November 16, 2021
জয়পুরে জয় দিয়েই ভারতীয় ক্রিকেটে রাহুল-রোহিতের কোচ-অধিনায়ক জুটির নতুন পথচলা শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন: India vs New Zealand: ক্যাচ ফেলে স্ত্রীর জন্মদিনের উপহার দিল বোল্ট: সূর্যকুমার